নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে আয়কর বিভাগ। যাঁরা আয়কর বিজ্ঞপ্তির জবাব দিচ্ছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরও সহজ হয়ে যাবে নতুন ব্যবস্থায়।
মামলা করা জন্য কী ভাবে ঝাড়াই-বাছাই করা হবে, সে বিষয়টিই স্পষ্ট করা হয়েছে এই নির্দেশিকায়। মূলত যেগুলির বিষয়ে কোনো তদন্তকারী সংস্থা কর ফাঁকির তথ্য সরবরাহ করবে, সেগুলির বিরুদ্ধেই মামলা করা হবে।
নতুন নির্দেশিকা অনুসারে, আয়কর আইনের ধারা ১৪৩(২)- এর অধীনে ৩০ জুনের মধ্যে আয়ের অসঙ্গতির জন্য করদাতার কাছে নোটিশ পাঠানো হবে। বিভাগ থেকে নোটিশ পাওয়ার পর করদাতাকে আয় সংক্রান্ত নথি দেখাতে হবে। যদি আয়কর আইনের ১৪২(১) ধারার অধীন নোটিশের কোনো উত্তর না দেওয়া হয়, তা হলে মামলাটি পরবর্তী পদক্ষেপের জন্য এনএএফএসি-তে পাঠানো হবে।
আয়কর আইনের ধারা ১৪২(১)-এর অধীনে করদাতার পক্ষে দাখিল করা রিটার্নের বিষয়ে জবাব চাইতে পারে বিভাগ। যদি রিটার্ন দাখিল না করা হয়, তা হলে কর কর্তৃপক্ষের কাছেও এ সংক্রান্ত তথ্য চাওয়া যেতে পারে। একই সময়ে, নির্দেশিকায় বলা হয়েছিল যে শুধুমাত্র এনএএফএসি ধারা ১৪৩(২)-এর অধীনে নোটিশ জারি করে।
আরও পড়ুন: পোস্ট অফিসে কি ২ হাজার টাকার নোট বদল করা যাবে? কী বলছে ডাক বিভাগ