বিবি ডেস্ক : করোনাকালে অনেকেই ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছেন। এই লোন আপনার আর্থিক দুরাবস্থার সময় আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু সময়মতো শোধ না করলে বাড়বে ঋণের বোঝা। তাই দেরি না করে যত তাড়াতাড়ি পারবেন ক্রেডিট কার্ডের লোন শোধ করুন।
ক্রেডিট কার্ডের লোনের ক্ষেত্রে প্রধান সমস্যা হল ব্যাঙ্ক লোনের থেকে উচ্চ হারে সুদ। এই সুদ আপনার পকেটে চাপ ফেলবে। আর সময়ে শোধ না করলে বাড়তে থাকবে ঋণের বোঝা। তাই ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে থাকলে যত তাড়াতাড়ি পারেন শোধ করুন।
যথাসময়ে ইএমআই দিন
যদি আপনি ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে থাকেন তো যথা সময়ে ইএমআই দিন। সময়মতো ইএমআই দিতে না পারা আপনার ক্রেডিট স্কোরে নেগেটিভ প্রভাব ফেলবে। ঠিক মতো টাকা না দিতে পারলে বাড়বে জরিমানারও অঙ্ক।
লোনের অঙ্ক যাইহোক না কেন, দ্রুত শোধ করুন
যত দ্রুত পারেন ক্রেডিট কার্ডের লোন শোধ করুন। যদি আপনি আর্থিক ভাবে খারাপ অবস্থার মধ্যে থাকেন তবে লোনটি চালিয়ে যান। পরিস্থিতি ভালো হলে যত দ্রুত পারেন লোন শোধ করে দিন।
আরও পড়ুন : ব্যাঙ্ক বদলাতে চাইছেন? তাড়াহুড়ো না এ করে এই ৪টি বিষয় মাথায় রাখুন