সাধারণত, একটি আর্থিক বছরে করা উপার্জনের উপর বছর শেষে আয়কর (Income Tax)দিতে হয়। তবে কিছু ক্ষেত্রে করদাতাদের আগেই কর জমা দিতে হয়, যাকে বলা হয় অগ্রিম আয়কর (Advance Income Tax)।
সময়ে সময়ে অগ্রিম করের পরিসংখ্যান জারি করে আয়কর বিভাগ। এটাকে অগ্রিম কর বলার কারণ এটি আর্থিক বছর শেষ হওয়ার আগে পরিশোধ করতে হয়। করদাতাদের আর্থিক বোঝা কমাতে এই স্কিম চালু করা হয়েছে। এর আওতায় একযোগে বিশাল কর দেওয়ার পরিবর্তে আংশিক ভাবে কর মেটানো যায়। যা করদাতাকে একবারে না করে প্রতি ত্রৈমাসিকে দিতে হয়।
জেনে রাখা ভালো, অগ্রিম কর দাখিলের সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক দিনমাত্র বাকি। যে কারণে, আয়কর বিভাগ আবারও সেই সমস্ত করদাতাদের সতর্ক করেছে, যাঁদের অগ্রিম আয়কর মেটাতে হবে।
একটি টুইটে আয়কর বিভাগ বলেছে, “করদাতারা মনোযোগ দিন। অগ্রিম করের শেষ কিস্তি জমা দেওয়ার শেষ তারিখ কাছাকাছি। মনে রাখবেন, আপনাকে অগ্রিম করের শেষ এবং চতুর্থ কিস্তি ১৫ মার্চ, ২০২৩-এর মধ্যে পরিশোধ করতে হবে।”
অগ্রিম কর প্রদানের ক্যাটাগরিতে পড়েন, এমন করদাতারা যদি সময়সীমার আগে তা পরিশোধ না করেন তবে তাঁদের জরিমানা দিতে হতে পারে।
নিয়মানুযায়ী, যে সব করদাতাকে একটি আর্থিক বছরে ১০ হাজার টাকা বা তার বেশি কর দিতে হয়, তাঁদের জন্যই অগ্রিম কর প্রযোজ্য। সেক্ষেত্রে তিনি পেশাদার হোন অথবা ব্যবসায়ী। তবে বেতনভোগীদের সর্বদা অগ্রিম ট্যাক্স দিতে হয় না, কারণ নিয়োগকর্তা টিডিএস কাটার পরে বেতন দেন। এই ধরনের করদাতাদের শুধুমাত্র তখনই অগ্রিম কর দিতে হয় যখন তাঁদের বেতন ব্যতীত অন্য আয় থাকে। যেমন বাড়িভাড়া, সুদ বা লভ্যাংশ থেকে আয়। সাধারণত ব্যবসায়ী বা পেশাদাররা অগ্রিম কর দেন।
আরও পড়ুন: গাড়ির বিমা ছাড়া পেট্রোল-ডিজেল মিলবে না? কেন এমন জল্পনা