নয়াদিল্লি : করোনাভাইরাস সংক্রমণের জেরে আয়কর দেওয়ার সময়সীমা বাড়ালো কেন্দ্র। ৩১মার্চের বদলে ৩০ জুন পর্যন্ত আয়কর দেওয়া যাবে বলে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন।
অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, দেরিতে আরকর দিলে তার সুদের হারও কমানো হয়েছে। ১২ শতাংশের বদলে ৯ শতাংশ সুদ দিতে হবে বলে তিনি জানিয়েছেন।
সাম্প্রতিক পরিস্থিতিতে একাধিক সংস্থা কেন্দ্রের কাছে আবেদন করে আয়কর প্রদানের সময়সামী বাড়তে। তারপর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
অর্থমন্ত্রী প্যান এবং আধার কার্ড সংযুক্তির সময়সীমাও বাড়ানোর কথা ঘোষণা করেন। ৩১ মার্চের বদলে ৩০ জুন পর্যন্ত প্যান ও আধার কার্ড সংযোগ করা যাবে।
সরকার জিএসটি জমার সময়সীমাও বাড়িয়েছে। এপ্রিল এবং মে মাসের জিএসটি রির্টান ৩০জুন, ২০২০ পর্যন্ত জমা দেওয়া যাবে। যে সমস্ত সংস্থার র্টানওভার ৫কোটি টাকার নীচে তাদের দেরিতে জিএসটি জমা দেওয়ার জন্য সুদ, লেট ফি বা পেনাল্টি দিতে হবে না।
আরও পড়ুন : এটিএমে টাকা তোলা থেকে সেভিংসে ন্যূনতম ব্যালেন্স, একাধিক নিয়ম শিথিল করল কেন্দ্র