নয়াদিল্লি : করোনাভাইরাস সংক্রমণের জেরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করল কোকাকোলা। দেশজুড়ে ভারত সরকারের লকডাউন ঘোষণার পরই এই সিদ্ধান্ত।
তবে সরকারি গাইডলাইন মেনে জল, জুস, চা, কফি উপাদন চালু রাখা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এর পাশাপাশি, নেসলে ইন্ডিয়া কিছু কিছু এলাকায় তাদের সমস্ত উৎপাদন কম করেছে বা সাময়িক বন্ধ রখেছে। যে সমস্ত জায়গায় বন্ধ রাখা হয়েছে সেগুলি আবার কবে চালু করা হবে তা নিয়ে কর্তৃপক্ষ আলোচনা চালাচ্ছে।
পেপসিকোর বটলিং পার্টনার বরুণ বেভারেজ, তাদের উৎপাদন বন্ধ রখেছে সাম্প্রতিক পরিস্থিতিতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে কিছু অত্যাবশ্যকীয় পানীয় স্বল্প মাত্রায় উৎপাদন চালু রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশ মেনে কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, এই লকডাউন পরিস্থিতিতে কবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না। সম্পূর্ণটাই নির্ভর করছে সরকারের নির্দেশের উপর।
আরও পড়ুন : করোনাভাইরাস প্রভাব : আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়ল