মঙ্গলবারের কেনাবেচায় অস্থিরতা অব্যাহত রইল শেয়ারবাজারে। দিনের শেষে সামান্যতম নেমে প্রায় গায়ে গায়ে বন্ধ হল স্টক মার্কেটের দুই অন্যতম সূচক সেনসেক্স এবং নিফটি।
বিশ্ববাজারে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে এ দেশের দুটি মূল ইক্যুইটি বেঞ্চমার্ক, সেনসেক্স এবং নিফটি প্রায় সমতলে শেষ হয়েছে। কেনাবেচার দ্বিতীয়ার্ধে অস্থিরতার কারণে মূল সূচকগুলিতে প্রাথমিক লাভ মুছে যায়।
বিএসই সেনসেক্স ৩ পয়েন্ট কমে ৬১,৭৬১-তে বন্ধ হয়েছে। অন্য দিকে, এনএসই নিফটি ১.৫ শতাংশ বেড়ে ১৮,২৬৬-তে স্থির হয়েছে এ দিন।
সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে আইটিসি, এসবিআই, বাজাজ ফাইন্যান্স, এনটিপিসি, পাওয়ারগ্রিড, আইসিআইসিআই ব্যাঙ্ক লোকসানের তালিকার শীর্ষে পৌঁছেছে এ দিনের জন্য। অন্য দিকে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, টিসিএস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা মোটরস, এশিয়ান পেন্টস লাভের মুখ দেখেছে।
উল্লেখযোগ্য ভাবে, চওড়া লাভের মুখ দেখেছে ম্যানকাইন্ড ফার্মা। ৩১ শতাংশের বেশি বেড়ে এই স্টকের দাম এ দিন পৌঁছায় ১,৪২.৩০ টাকায়।
সেক্টরগত ভাবে নিফটি অটো এবং মেটাল সূচকগুলি লাভ করেছে। প্রতিটি সূচক ০.৮ শতাংশ বেড়েছে। অন্য দিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সূচক ১ শতাংশ হ্রাস পেয়েছে। উল্লেখ্য, সোমবার আগের সেশনে, সেনসেক্স ৭১০ পয়েন্ট বেড়ে ৬১,৭৬৪-তে শেষ হয়েছিল। অন্য দিকে, নিফটি ১৯৫ পয়েন্ট বেড়ে ১৮,২৬৪-তে পৌঁছেছিল।
আরও পড়ুন: ভারতের জিডিপি হ্রাসের পূর্বাভাস, ৬ শতাংশ বৃদ্ধির অনুমান করছে ফিচ