মঙ্গলবারের ট্রেডিংয়েও পতনের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের প্রফিট বুকিং বাজারকে নীচের দিকে টেনে নামিয়েছে এ দিন। সেনসেক্স-নিফটি সামান্য পতনের সঙ্গেই বন্ধ হলেও কিন্তু সার্বিক বাজারে পতন হয়েছে বিস্তৃত।
এ দিনের ট্রেডিংয়ে পতনের কারণে, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের ট্রেডিং শেষে, বিএসই সেনসেক্স ৪০ পয়েন্ট কমে ৫৭,৬১৩ এবং এনএসই নিফটি ফিফটি ৩৪ পয়েন্ট কমে ১৬,৯৫১ পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি-র ৫০টি স্টকের মধ্যে, ১৮টি লাভ এবং ৩২টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে। অন্য দিকে, ৩০টি সেনসেক্স স্টকের মধ্যে লাভের মুখ দেখেছে মাত্র ১১টি এবং 19টি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে৷ মোট ৩ হাজার ৬৪৪টি শেয়ার লেনদেন হয়েছে যার মধ্যে প্রায় আড়াই হাজার শেয়ার লাভে এবং ১ হাজার ৪৫টি শেয়ার লোকসানে বন্ধ হয়েছে।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ২.১৩ শতাংশ, পাওয়ার গ্রিড ১.২০ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ১.০৬ শতাংশ, এনটিপিসি ০.৬১ শতাংশ, রিলায়েন্স ০.৪৭ শতাংশ এবং টাটা স্টিল ০.২০ শতাংশ কমেছে। তবে টেক মাহিন্দ্রা ২.৯০ শতাংশ, টাটা মোটরস ২.২৯ শতাংশ, ভারতী এয়ারটেল ১.৯৪ শতাংশ কমেছে।
উল্লেখযোগ্য ভাবে, শুধুমাত্র ব্যাঙ্কিং স্টকগুলি লাভের মুখ দেখেছে। আইটি, অটো, মেটাল, এনার্জি, এফএমসিজি, অয়েল ও গ্যাস সেক্টরের শেয়ারগুলি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। মিডক্যাপ ও স্মল ক্যাপ স্টকও কমেছে।
ভারতীয় স্টক মার্কেটের পতনের কারণে বিনিয়োগকারীদের লোকসানের বহরও যথেষ্ট। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ২৫২ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা সোমবার ছিল ২৫৩.৫১ লক্ষ কোটি টাকা। আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা ১.৫১ লক্ষ কোটি টাকার সম্পদ খুইয়েছেন।
আরও পড়ুন: প্যান-আধার লিঙ্ক: ৩০ জুন পর্যন্ত বাড়ল সময়সীমা