সোমবার ফের গতি ফিরে পেল ভারতীয় শেয়ার বাজারের দুই মূল সূচক সেনসেক্স এবং নিফটি। বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ল আর্থিক ক্ষেত্র, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টকগুলিতে।
কোন সূচক কোথায় দাঁড়িয়ে
এ দিনের লেনদেনে বিএসই সেনসেক্স ৪০১ পয়েন্ট (০.৬৭ শতাংশ) বেড়ে ৬০,০৫৬-তে বন্ধ হয়েছে। অন্য দিকে, নিফটি ফিফটি ১১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৭,৭০০-র গণ্ডি অতিক্রম করে ১৭,৭৪৩-এ স্থির হয়েছে।
লাভ-ক্ষতির খতিয়ান
৩০ স্টকের সেনসেক্সে এ দিন লাভের মুখ দেখা অন্যতম স্টকগুলির মধ্যে রয়েছে উইপ্রো, টাইটান, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এসবিআই, আল্ট্রাসেমকো, এইচডিএফসি-র দুই শেয়ার। অন্যদিকে, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মারুতি, সান ফার্মা, এয়ারটেল, এমঅ্যান্ডএম, ইনফোসিস রয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকায়।
ঊর্ধ্বমুখি ব্যাঙ্কিং সেক্টর
ক্ষেত্রগত দিকে থেকে এ দিন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারের দাম। নিফটি পিএসইউ ব্যাঙ্ক সূচক ২.৬ শতাংশ উপরের দিকে এগিয়েছে। এর পরে নিফটি ব্যাঙ্ক, ফিনান্সিয়াল সার্ভিসেস, প্রাইভেট ব্যাঙ্ক এবং রিয়েলটি সূচকগুলি প্রতিটিই ১ শতাংশ করে বেড়েছে।
নেপথ্য কারণ
বিশ্লেষকদের মতে, বেশ কয়েকটি বড়ো সংস্থার ত্রৈমাসিক আয়-ব্যয়ের রিপোর্ট শেয়ারবাজারের লেনদেনে ইচিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। অভ্যন্তরীণ বাজারে মনোভাবকে শক্তিশালী করেছে। তবে, বেশ কিছু বৈশ্বিক দুর্বলতা কিছুটা হলেও উদ্বেগ বাড়িয়েছে। যদিও সেটাকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে ব্যাঙ্কিং সেক্টর।
আরও পড়ুন: NPS অ্যাকাউন্টের জন্য কাকে নমিনি করবেন?