Connect with us

শেয়ার বাজার

সেনসেক্সের পতনে ৬দিনে ৬লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের

Published

on

বিবি ডেস্ক : পর পর ছ’দিন ধারাবাহিক ভাবে পতনে বড় ক্ষতির মুখে পড়লেন বিনিযোগকারীরা। এই ছ’দিনে প্রায় ৬লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে বিনিযোগকারীদের।  সেনসেক্সের এই ধারাবাহিক পতন দেশের আর্থিক নিম্নগতিকে আরও স্পষ্ট করেছে।

সোমবার ১৪১ পয়েন্ট নেমে সেনসেক্স পৌঁছয় ৩৭,৫৩১ পয়েন্টে। অন্যদিকে নিফটির ০.৪৩ শতাংশ পতন হয়ে পৌঁছয় ১১,১২৬.৪০ পয়েন্টে। গত ছ’দিন সেনসেক্স পড়েছে ১,৪৫৭ পয়েন্ট।

সোমবার ফার্মা, আইটি এবং অটো সেকটরে সবচেয়ে বেশি পতন হয়েছে। অরবিন্দ ফার্মা লিমিটেড পড়েছে ১৯ শতাংশ। সম্প্রতি সংস্থার তেলেঙ্গানা প্ল্যান্টে মার্কিন ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শনে যায়। তারা সাতটি পর্যবেক্ষণের কথা জানায়। অরবিন্দ ফার্মা পক্ষ থেকে জানানো হয়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্থা  ওই সাতটি সমস্যার সমাধানে তারা আত্মবিশ্বাসী।

শুক্রবার আরবিআই ২০১৯-২০ সালে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেয়। তাতে আগের পূর্বাভাসের থেকে .৮ শতাংশ কমিয়ে বলা হয়েছে।  এদিন দেওয়া জিডিপি বৃদ্ধির পূর্বাভাস হল ৬.৯শতাংশ।

Advertisement