বিবি ডেস্ক : এই সপ্তাহে ভারত সফরে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। তার আগে সীমানা বিরোধ নিয়ে সুর নরম করল চিন। বিরোধের মীমাংসা না হওয়া যৌথভাবে বির্তকিত সীমানায় শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে হবে বলে মত প্রকাশ করল চিন।
সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে চিনের রাষ্ট্রদূত সান ওয়েডং বলেন, দুই উদীয়মান এশিয় শক্তির উচিত নয় সীমানা বিরোধ নিয়ে ব্যস্ত থাকা। খেয়াল রাখতে হবে এই বিরোধ যাতে দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিক বিকাশে প্রভাব না ফেলে।
তিনি বলেন,‘‘ দুই প্রতিবেশির মধ্যে বিরোধ থাকতেই পারে। আলোচনার মাধ্যমে সে বিরোধের মীমাংসা করতে হবে।’’
ওয়েডং আরও বলেন, সীমানা বিরোধগুলি বেশ ‘জটিল এবং স্পর্শকাতর’ এবং সমস্যাগুলি ঐতিহাসিক ভাবে থেকে গিয়েছে।
বর্তমানে চিনে রয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দেখা করবেন প্রেসিডেন্ট এবং প্রাইমারের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাদের সঙ্গে বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উঠবে কিনা? এর উত্তরে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেন কাশ্মীর নিয়ে চিনের অবস্থান খুব স্পষ্ট। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই দু’দেশকে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে।