ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market) বিদেশি বিনিয়োগের জোয়ার! সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকে পরের চার মাসে ১,৫০,০০০ কোটি টাকা ঢেলেছে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা (FPI)। যা ভারতের সমান পর্যায়ে রয়েছে, এমন দেশগুলির শেয়ার বাজারের মধ্যে সর্বোচ্চ।
সম্প্রতি আইসিআইসিআই সিকিউরিটিজ রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুসারে, এটি সিকিউরিটিজ মার্কেটে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ প্রবাহ। এর পরেই রয়েছে তাইওয়ান। সে দেশ একই সময়কালে ৬০০ কোটি ডলারের কম এফপিআই বিনিয়োগ পেয়েছে।
প্রতিবেদন অনুসারে, আইসিআইসিআই সিকিউরিটিজের এক বিশ্লেষক সচিন জৈন বলেছেন, ভারতে এফপিআই প্রবাহ ত্রৈমাসিক ভিত্তিতে সবচেয়ে কাছের প্রতিযোগীর তুলনায় প্রায় তিনগুণ বেশি। তিনি আরও উল্লেখ করেছেন যে এই প্রবাহ কর্মক্ষমতার প্রতিফলিত হয়েছে, বাকি বাজারগুলি স্থবির থাকায় নিফটি ফিফটি সর্বকালের সর্বোচ্চ উচ্চতা অর্জন করতে সক্ষম হয়েছে।
বিশ্লেষকদের মতে, গত কয়েক মাসে ভারতীয় শেয়ার বাজারে এফপিআই বিনিয়োগের এই প্রবাহের অন্যতম কারণ অনুকূল পরিস্থিতি। সম্ভবত স্থিতিশীল সরকারি নীতি, স্থিতিশীল মুদ্রাস্ফীতি এবং টেকসই বৃদ্ধির হারের পটভূমিতেই এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আরও ভালো রিটার্নের জন্য ভারতের মতো অন্যান্য দেশের উপর নির্ভর করতে বাধ্য হয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। ভারতের মতোই এই সুযোগ লাভ করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি।
সেক্টরগত ভাবে, ফার্মা এবং আইটি ফান্ডগুলিও সম্প্রতি ভালো পারফরম্যান্স করেছে। পরিকাঠামোও মোটের উপর ভালো অবস্থানে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ব্যাঙ্কিং ক্ষেত্র কিছুটা সংশোধনের পথে হাঁটলেও স্থিতিশীল ছিল।
চলতি বছরের জুন মাসে আর্থিক পরিষেবা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এসেছে ১৯২০০ কোটি টাকা। যেখানে ক্যাপিটাল গুডস ৮৫০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। অটো এবং অনুসারী সেক্টরে ৫৮০০ কোটি এবং মেটেরিয়ালস সেক্টর ২৯০০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে।
স্বাস্থ্য পরিষেবা এবং রিয়েল এস্টেট সেক্টরগুলিও যথাক্রমে ১৮০০ কোটি এবং ৬০০ কোটি টাকার বিনিয়োগ পেয়েছে। এ ছাড়া মিডিয়া ও টেলিকমিউনিকেশন ৬০০ কোটি এবং ডাইভারসিফায়েড এবং অন্যান্য সেক্টরগুলিতে ৫০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে।
আরও পড়ুন: শেয়ার বাজারে সবুজায়ন! সর্বকালের সর্বোচ্চ উচ্চতার কাছাকাছি সেনসেক্স, নিফটি