বিবি ডেস্ক : ভারতে স্পুটনিক-ভি টিকা তৈরির ছাড়পত্র পেল প্যানাসিয়া বায়োটেক। রবিবার সংস্থাটি জানিয়েছে, তারাই প্রথম সংস্থা হিসাবে এই টিকা তৈরি করছে।
ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল রাশিয়ার এই টিকা তৈরির ছাড়পত্র দিয়েছে প্যানাসিয়া বায়োটেককে।
রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর সঙ্গে স্পুটনিক ভি তৈরির জন্য যে ছ’টি সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে তাদের মধ্যে প্যানাসিয়া একটি। RDIF আরও জানিয়েছে, গ্ল্যান্ড ফার্মা, হেটেরো বায়োফার্মা, স্টেলিস বায়োফার্মা ও ভির্কো বায়োটেকের মতো সংস্থার সঙ্গে তাদের চুক্তি হয়েছে।
টিকা তৈরির শর্ত হিসেবে বলা হয়েছে সংস্থার উৎপাদিত ভ্যাকসিন ভারতেই ব্যবহৃত হবে।
বায়োটেকের প্রকল্প রয়েছে হিমাচলপ্রদেশের বদ্দিতে প্যানাসিয়া । পরীক্ষার জন্য সেখানে তৈরি স্পুটনিক ভি পাঠানো হয়েছিল রাশিয়ার গামালিয়া সেন্টারে। সংস্থার বিবৃতি বলা হয়েছে, রাশিয়া গামালিয়া সেন্টার এবং ভারতের হিমাচলপ্রদেশ কসৌলির সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, দু’টি জায়গাতেই সফলভাবে যাবতীয় মাপকাঠি উতরে গিয়েছে।
তবে কবে থেকে তাদের তৈরি টিকা বাজারে মিলবে সে ব্যাপারে কোন তথ্য সংস্থাটি এখনও প্রকাশ করেনি।
আরও পড়ুন
সরকারের নয়া ই-কমার্স বিধি ব্যবসায় আঘাত করবে, মত অ্যামাজন, টাটার
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.