নয়াদিল্লি : দেশের কোণায় কোণায় করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে বন্ধপরিকর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বুধবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন নীতা অম্বানি।
এর পাশাপাশি দেশজুড়ে বড়মাপের কোভিড ১৯ টেস্ট করার জন্য সরকার এবং স্থানীয় প্রশাসন ও পুরসভার সঙ্গে গাঁটছড়া বাঁধারও চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন।
পড়তে পারেন : করোনা ভ্যাকসিন গবেষণার জন্য অক্সফোর্ড জেনার ইনস্টিটিউটকে অর্থ সাহায্য করলেন লক্ষ্মী মিত্তল
তিনি বলেন, ‘‘আমি আশ্বাস দিচ্ছি যে মুহূর্তে করোনা ভ্যাকসিন পাওয়া যাবে, আমরা ডিজিট্যাল সাপ্লাই চেনের মাধ্যমে তা দেশের কোণে কোণে পৌঁছে দেবো। দেশের সেবায় অবদান রাখটা মুকেশ এবং আমাকে গভীর তৃপ্তি দেয়।’’