বিবি ডেস্ক: উইথড্রয়াল স্লিপে কোনও ‘ম্যাসেঞ্জার বা এজেন্টকে দিয়ে আর পোস্ট অফিসে টাকা তোলা যাবে না। তবে, তৃতীয় কোন ব্যক্তিকে দিয়ে টাকা তোলার জন্য ব্যবহার করা যেতে পারে চেক বা এটিএম কার্ড।
গত ২৯ জুন এ নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে ডাক বিভাগের ফিনান্সিয়াল ডিভিশন। এই নির্দেশিকায় বলা হয়েছে, ‘ম্যাসেঞ্জার মারফত’ আর টাকা তোনা যাবে না।
কেন্দ্রের ‘সেভিংস প্রোমোশন জেনারেল রুলস’ ২০১৮-এর উল্লেখ করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
কিন্তু এতে তো সমস্যায় পড়তে পারেন অসুস্থ, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীরা?
এই প্রশ্নের সমাধান হিসাবে, এদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা জন্য অর্থমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছে ডাক বিভাগের ফিনান্সিয়াল সার্ভিসেস বিভাগ।
অর্থমন্ত্রকের তরফে এখনও কোনো উত্তর আসেনি।
এই নয়া নির্দেশিকায় কি সমস্যায় পড়বেন পোস্ট অফিসের গ্রাহকরা?
এই প্রশ্নের উত্তরে ডাকবিভাগের এক পদস্থ কর্তা এই সময়কে জানিয়েছেন, গ্রাহকরা সেভিসং অ্যাকাউন্টের জন্য দশপাতার চেক বই এবং একটি এটিএম কার্ড পান। প্রয়োজন হলে গ্রাহক অন্য কাউকে দিয়ে চেকবই-এর মাধ্যমে টাকা তুলতে পারেন। আবার যে কোন এটিএম থেকেও টাকা তোলা যায়। তাই গ্রাহকদের কোনও সমস্যা হবে না বলেই মত তাঁর।
আরও পড়ুন
এবার দুয়ারে গাড়ি বিমা পরিষেবা নিয়ে হাজির হবেন পোস্টম্যানরা, জেনে নিন খুঁটিনাটি