ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস ৯ প্রো লঞ্চ করা হবে বলে বলে আশা করা হচ্ছে।
বিবি ডেস্ক: প্রিমিয়াম স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ওয়ানপ্লাস (OnePlus) নিয়ে আসছে ওয়ানপ্লাস ৯ সিরিজ। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী ২৩ মার্চ বিশ্বব্যাপী এই নতুন সিরিজ আনতে চলেছে ওয়ানপ্লাস।
জানা গিয়েছে, ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস ৯ প্রো লঞ্চ করা হবে বলে বলে আশা করা হচ্ছে। এগুলির দাম বাজেটের মধ্যে থাকবে বলেই আশা করা হচ্ছে।
ওয়ানপ্লাস ৯ ডিসপ্লে
এখনও জল্পনা চলছে নতুন ওয়ানপ্লাস স্মার্টফোনগুলির ডিসপ্লে নিয়ে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ৯-এ সম্পূর্ণ এইচডি এবং রেজোলিউশনের সঙ্গে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। ওয়ানপ্লাস ৯ প্রোতে একটি কোয়াড এইচডি এবং রেজোলিউশন ও ১২০ হার্ৎজ রিফ্রেশ রেটের সঙ্গে ৬.৭ ইঞ্চি এর AMOLED ডিসপ্লে রয়েছে।
ওয়ানপ্লাস ৯ ক্যামেরা
ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে ওয়ানপ্লাস ৯ সিরিজের জন্য সুইডিশ ক্যামেরা নির্মাতা হাসেলব্লাডের সঙ্গে চুক্তি করেছে সংস্থা।
এই দুই সংস্থা ওয়ানপ্লাস ৯ সিরিজের জন্য উন্নতমানের ক্যামেরা-সহ স্মার্টফোন তুলে দিতে চলেছে ক্রেতার হাতে। নতুন স্মার্টফোন সিরিজটিতে উচ্চমানে এইচডিআর ভিডিও রেকর্ডিং সিস্টেম থাকছে।
ওয়ানপ্লাস ৯ সিরিজের দাম
ওয়ানপ্লাস ৯ সিরিজের দাম নির্ধারণের বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করেনি সংস্থা। ওয়ানপ্লাস-এর সর্বশেষ স্মার্টফোন ওয়ানপ্লাস ৮টি-র দাম ৪২,৯৯৯ টাকা এবং ওয়ানপ্লাস ৮ প্রো-এর দাম ৫৪,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ৯ এবং ওয়ানপ্লাস ৯ প্রো ফোনগুলির দামও কতকটা একই রকম হতে পারে।
আরও পড়তে পারেন: আপনি কি শেয়ার বাজারে বিনিয়োগ করেন? ক্লায়েন্ট কোড, প্যান নিয়ে সেবির বড়োসড়ো সংস্কারের কথা জানুন
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.