আয়করের নতুন হার এবং বিভাগগুলি জেনে নিন

নতুন পদ্ধতিতে ২০২০-২১ অর্থবর্ষের জন্য সর্বশেষ আয়কর হার এবং বিভাগ দেখে নিন…

বিবি ডেস্ক: ২০২০-২১ আর্থিক বছরের জন্য করদাতারা বর্তমানে চালু এবং পুরনো- যে কোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন।

করদাতা আয়কর আইন, ১৯৬১-র ধারা ৮০সি, ধারা ৮০ডি এবং বাড়ি ভাড়া ভাতা, এলটিসি নগদ ভাউচার স্কিম ইত্যাদির মতো ট্যাক্স ছাড়ের মতো ছাড়ের সুবিধা পেতে পারেন নতুন পদ্ধতিতে। পুরনো পদ্ধতির পরিবর্তে নতুন পদ্ধতি বেছে নেওয়ার মাধ্যমে তুলনামূলক কম করের হারের সুবিধা পেতে পারেন করদাতা।

নতুন পদ্ধতিতে ২০২০-২১ অর্থবর্ষের জন্য সর্বশেষ আয়কর হার এবং বিভাগ

২,৫০,০০০ টাকা পর্যন্ত- কোনো কর নেই

২,৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত- ৫ শতাংশ

৫,০০,০০১ থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত- ১০ শতাংশ

৭,৫০,০০১ থেকে ১০,০০,০০০ টাকা পর্যন্ত- ১৫ শতাংশ

১০,০০,০০১ থেকে ১২,৫০,০০০ টাকা পর্যন্ত- ২০ শতাংশ

১২,৫০,০০১ থেকে ১৫,০০,০০০ টাকা পর্যন্ত- ২৫ শতাংশ

১৫,০০,০০০ টাকার উপরে- ৩০ শতাংশ

অন্যতম কয়েকটি বিষয়

উপরের তথ্য থেকেই স্পষ্ট, পুরনো পদ্ধতিতে যেখানে ১০,০০,০০১ টাকার উপরের আয়কে সর্বোচ্চ করের আওতায় নিয়ে আসা হয়েছিল, নতুন পদ্ধতিতে তা বেড়ে হয়েছে ১৫,০০,০০১ টাকা।

এ ক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে, তা হল- সাধারণ ভাবে ছাড় পাওয়া যায়, যেমন কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) ইত্যাদিতে বা ভাড়া দেওয়া বা প্রাপ্ত কুপনের উপর ট্যাক্স অব্যাহতি ইত্যাদি নতুন কর পদ্ধতির আওতায় পাওয়া যাবে না।

এ ক্ষেত্রে আয়কর আইনের ৮০ সিসিডি (২)-এর অধীনে শুধুমাত্র ছাড়, অর্থাৎ, টায়ার -১ এনপিএস অ্যাকাউন্টে নিয়োগকারীর অবদানের ক্ষেত্রে কর ছাড় পাওয়া যাবে। কোনো আর্থিক বছরে এক জন কর্মীর প্রাপ্ত বেসিক বেতনের ১০ শতাংশ ডিএ-র সমপরিমাণ অঙ্কের জন্য কর ছাড় পাওয়া যাবে।

আরও পড়তে পারেন: রেল, টেলিকম বেচে ১.৩ লক্ষ কোটি টাকা তুলবে কেন্দ্র

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.