পিএনবি ডিজিটাল রুপির জন্য কী ভাবে রেজিস্টার করবেন

pnb

ডিজিটালাইজেশন প্রচারের জন্য একটি নতুন পরিষেবা শুরু করেছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এ বার সেই পথে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। ইউপিআই ইন্টার-অপারেবিলিটি পরিষেবা (UPI interoperability Service) শুরু করছে পিনএবি। একটি প্রেস বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক ডিজিটাল মুদ্রা (CBDC) অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে ব্যাঙ্ক।

বলে রাখা ভালো, এসবিআই-এর আগে এই পরিষেবা শুরু করেছিল অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। এ ছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা এবং এসবিআই ইউপিআই ইন্টার-অপারেবিলিটি পরিষেবা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই অনলাইন পেমেন্ট করতে পারবেন। এ বার পিএনবি গ্রাহকরাও ইউপিআই কিউআর (UPI QR) কোড ব্যবহার করে পিএনবি ডিজিটাল রুপি (PNB Digital Rupee) অ্যাপের মাধ্যমে স্ক্যান করে আর্থিক লেনদেন করতে পারবেন।

উল্লেখযোগ্য ভাবে, পিএনবি ডিজিটাল রুপি অ্যাপের ব্যবহারকারীরা সিবিডিসি ওয়ালেট না থাকলেও এ ধরনের লেনদেন করতে পারবেন। এই নতুন ফিচার-সহ অ্যাপটি ইতিমধ্যেই প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ রয়েছে এবং শীঘ্রই এটি আইএএস ব্যবহারকারীদের জন্যও লাইভ হবে।

কী ভাবে পিএনবি ডিজিটাল রুপি অ্যাপে রেজিস্টার করবেন

১. গুগল প্লে স্টোর থেকে পিএনবি ডিজিটাল রুপি অ্যাপ ডাউনলোড করুন

২. রেজিস্টার্ড মোবাইল নম্বর ফেরিফিকেশনের জন্য নির্দিষ্ট সিম সিলেক্ট করুন

৩. এখানে সেট অ্যাপ পিন-এ ক্লিক অ্যাপে নিজের পিন তৈরি করুন

৪. চুজ ওয়ালেটে ক্লিক করে পিএনবি অ্যাকাউন্টি লিঙ্ক করুন

৫. ডেবিট কার্ডের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন

৬. এক বার রেজিস্টার হয়ে গেলে আপনি পিএনবি ডিজিটাল রুপি ব্যবহার করতে পারবেন।

ই-রুপি কী

ই-রুপি (eRupee) হল আমরা যে নোট লেনদেনের জন্য ব্যবহার করি তার ডিজিটাল রূপ। এর জন্য ব্যবহারকারীর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা জরুরি নয়। এই টাকা ম্যানিব্যাগের বদলে থাকবে আপনার মোবাইলের ডিজিটাল ওয়ালেটে। নির্দিষ্ট ব্যাঙ্কগুলির ই-টাকার ওয়ালেট আপনাকে মোবাইলে ডাউনলোড করতে হবে।

আপনার টাকা আপনি ই-টাকায় বদলে এই ওয়ালেটে রাখতে পারবেন এবং তা ব্যবহার করতে পারবেন প্রথাগত টাকা লেনদেন যে ভাবে করেন সে ভাবেই। শুধু ম্যানিব্যাগ থেকে নোট না বার করে আপনার ওয়ালেট থেকে অন্যের ওয়ালেটে তা পাঠিয়ে দিতে হবে।

ব্যাঙ্কের অ্যাকাউন্টেও নোটের বদলে ই-টাকা জমা দিতে পারবেন। এখন যে ভাবে কিউআর কোড (QR Code) স্ক্যান করে আপনি ওয়ালেট থেকে টাকা দেন, ঠিক সে ভাবেই লেনদেন করতে পারবেন। অথবা প্রাপকের ওয়ালেট আইডি-তে পাঠাতে পারবেন ই-রুপি। সুবিধাটা হল এই লেনদেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নির্ভর নয়। নগদে যে ভাবে বাজার করেন, সে ভাবেই ব্যবহার করবেন এই ওয়ালেট। ফারাক হবে শুধু মাধ্যমের।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য নতুন পরিষেবা এসবিআই-এর, ইউপিআই দিয়ে ব্যবহার করা যাবে এই বিশেষ ফিচার

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.