স্বামী-স্ত্রী দু’জনে মিলে বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের এই স্কিমে, প্রতি মাসে মোটা অংকের আয়

post office savings

সংসারে স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক। তা হলে সঞ্চয় বা বিনিয়োগে কেন নয়? বর্তমান সময়ে স্বামী-স্ত্রী দু’জনেরই উচিত আয় থেকে ব্যয়ের পর কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় হিসেবে রাখা। এমন কৌশল অবলম্বনে রয়েছে বিবিধ মাধ্যম। তবে একই সঙ্গে ভালো রিটার্ন এবং নিরাপদ সঞ্চয়ের জন্য বেছে নেওয়া যেতে পারে পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিম বা এমআইএস (Post Office Monthly Income Scheme)। তথ্য বলছে, এটি এখন খুব জনপ্রিয় একটি সঞ্চয় প্রকল্প হয়ে উঠেছে।

স্বামী এবং স্ত্রী পোস্ট অফিসে একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি অ্যাকাউন্ট খোলার পরে, আপনি শুধুমাত্র অ্যাকাউন্টে জমা থাকা ব্যালেন্সের উপর মোটা অংকের সুদ আয় করতে পারেন। এই স্কিমে আপনাকে এককালীন বিনিয়োগ করতে হবে। তবে, আপনি এই স্কিমে যৌথ এবং একক উভয় অ্যাকাউন্টই খুলতে পারেন।

সুদের হার এবং মেয়াদ

পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে আপনি একটি একক অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। অন্য দিকে, একটি যৌথ অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগকৃত অর্থের উপর বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ পাবেন। যা প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে জমা হবে। স্কিমের মেয়াদপূর্তির পরে বিনিয়োগকৃত সমস্ত অর্থ তুলে নিতে পারবেন। প্রাথমিক ভাবে এই স্কিমের মেয়াদ ৫ বছর। তবে ৫ বছরের মেয়াদপূর্তির পর ফের এই স্কিমটি ৫ বছরের জন্য বাড়িয়ে দিতে পারেন।

সুদের অর্থ সরাসরি একই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে পোস্ট ডেটেড চেক বা ইসিএসের মাধ্যমে তোলা যেতে পারে।

সুদের হিসেব

প্রথমে একটি উদাহরণের মাধ্যমে এই স্কিমে সুদের হারের হিসেবটি বুঝে নেওয়া যেতে পারে। যদি স্বামী-স্ত্রী দু’জনে মিলে পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিমে একটি যৌথ অ্যাকাউন্ট খোলেন এবং ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রতি বছর ৭.৪ শতাংশ সুদের হারে ১ লক্ষ ১১ হাজার টাকা আয় করতে পারবেন।

যদি প্রাপ্ত সুদের টাকাকে ১২ মাসের ভিত্তিতে হিসেবে করা হয়, তা হলে প্রতি মাসে পাওয়া যাবে ৯ হাজার ২৫০ টাকা।

মেয়াদের আগে টাকা উত্তোলন

অ্যাকাউন্ট খোলার এক বছর পর পর থেকে ম্যাচিওরিটির আগে যে কোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করা যায়। তবে তিন বছরের আগে হলে জমার উপরে ২ শতাংশ ও তিন বছরের পরে ১ শতাংশ টাকা জমা অর্থ থেকে কেটে নেওয়া হবে।

মনে রাখবেন, অ্যাকাউন্ট খোলার ৫ বছর পর, সংশ্লিষ্ট পোস্ট অফিসে পাসবুক-সহ একটি আবেদন জমা দিয়ে অ্যাকাউন্টটি সহজে বন্ধ করা যেতে পারে। মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যুর ক্ষেত্রে, অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে এবং জমাকৃত পরিমাণ অ্যাকাউন্টধারীর মনোনীত বা উত্তরাধিকারীকে ফেরত দেওয়া যেতে পারে। টাকা ফেরত না দেওয়া পর্যন্ত সুদ দেওয়া হয়।

আরও পড়ুন: চাইল্ড মিউচুয়াল ফান্ড কী? আপনার সন্তানের সোনালি ভবিষ্যৎ গড়তে কতটা সহায়ক

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.