উৎসবের মরশুমে স্বস্তি! বাড়বে না রান্নার তেলের দাম

edible oil

আসন্ন উৎসবের মরশুমে ভোজ্যতেলের দামে কিছুটা হলেও স্বস্তির ইঙ্গিত। রান্নার তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে।

শেষ কয়েক মাস ধরে কিছুটা হলেও কমেছে রান্নার তেলের দাম। ফাস্ট মুভিং কনজিউমার গুডস (এফএমসিজি) সংস্থাগুলি সূত্রে খবর, এ মুহূর্তে আন্তর্জাতিক সরবরাহ বেশ ভালো। তবে বৃষ্টির কারণে দেশে সয়াবিন উৎপাদন কিছুটা হলেও চাপের মধ্যে রয়েছে। তা সত্ত্বেও সংস্থাগুলি দাবি করছে, ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই।

যদিও উৎসবের মরশুম পার করে ফের রান্নার তেলের দাম বাড়তে পারে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল-মার্চ পর্যন্ত ভোজ্যতেলের দাম বাড়তে পারে। উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা থেকেই এমন আশঙ্কা করছে সংস্থাগুলি।

ইকনোমিক্স টাইমস-এর রিপোর্টে সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর বিভি মেহতার মন্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, কম বৃষ্টিপাতের কারণে, এফএমসিজি কোম্পানিগুলি চাল উৎপাদন নিয়ে চিন্তিত। কারণ দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বাসমতি বাদে অন্য সব ধানচাষের জন্য পর্যাপ্ত বৃষ্টি হয়নি। হয়। তিনি বলেন, সয়াবিন ও চিনাবাদাম ফসলের জন্য বর্ষা খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে দাম বাড়ার সম্ভাবনা কম। কারণ, গত ১০ দিনে ভালো বৃষ্টি হয়েছে।

দেশের বৃহত্তম ভোজ্যতেল সরবরাহকারী সংস্থা আদানি উইলমারের ম্যানেজিং ডিরেক্টর অংশু মালিক বলেছেন, ভারত বড়ো আকারে ভোজ্য তেল আমদানি করেছে, যে কারণে এর দাম বাড়বে না। কিন্তু কম বর্ষা সয়াবিন ফসলকে প্রভাবিত করবে, যা পরবর্তীতে দামে প্রভাব ফেলতে পারে। তবে বর্তমানে দাম স্থিতিশীল থাকবে বলেই আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিক থেকেই ভারতে ভোজ্য তেলের দাম কমানোর প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।কারণ তার আগে কয়েক মাসে আন্তর্জাতিক স্তরে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পেয়েছিল। এ দিকে পাল্লা দিয়ে দেশের অভ্যন্তরে চাহিদাও বৃদ্ধির কারণে ক্রমেই দাম ঊর্ধ্বমুখী ছিল। এমতাবস্থায়, ফের আমদানি করে ছাড় দেওয়ার মাধ্যমে সরকার দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

আরও পড়ুন: পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়া এখন অনেক সহজ, জানুন ৬টি পদ্ধতি

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.