বাংলাbiz ডেস্ক: ইদানীং ব্যাঙ্ক জালিয়াতি এবং ফিশিংয়ের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে, যার শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। এমন পরিস্থিতিতে সাধারণ গ্রাহককে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রক নিজের সাইবার সেফটি অ্যান্ড সাইবার সিকিউরিটি সচেতনতামূলক টুইটার হ্যান্ডল ‘সাইবার দোস্ত’-এর মাধ্যমে ব্যাঙ্ক জালিয়াতি এবং সন্দেহজনক ই-মেলগুলি থেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে রক্ষা করার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে।
টুইটে কী বলা হয়েছে?
ব্যাঙ্ক গ্রাহকদের পৃথক ভাবে দু’টি ই-মেল অ্যাকাউন্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ওই টুইটে। একটি যোগাযোগের উদ্দেশে এবং অন্যটি শুধুমাত্র আর্থিক লেনদেনের জন্য। স্বরাষ্ট্রমন্ত্রক মনে করে এর ফলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
সাইবার দোস্ত (Cyber Dost) বলেছে, “সব সময়ই দু’টি আলাদা ই-মেল ব্যবহার করুন। একটি যোগাযোগের জন্য, অন্যটি ব্যাঙ্কিং লেনদেনের জন্য। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের জন্য পৃথক ই-মেল ব্যবহার করতে হবে। এটি অনলাইন প্রতারকদের হাত থেকে আপনার প্রাথমিক অ্যাকাউন্টকে রক্ষা করবে”।
আরও পড়ুন: গাড়ি-বাইকের বৈধ পিইউসি না থাকলেও বিমা-দাবি বাতিল করা যাবে না, নির্দেশ নিয়ন্ত্রক সংস্থার
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহৃত ই-মেল আইডি কোনো মতেই আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা উচিত নয় বলে কড়া বার্তা দিয়েছে ওই টুইটার হ্যান্ডল। অন্য দিকে আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত ই-মেলটি আবার সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা উচিত নয় বলে জানানো হয়েছে।
সাইবার দোস্ত টুইটার হ্যান্ডল ব্যবহারকারীদের বিভিন্ন ওয়েব ব্রাউজারগুলিতে ‘অটো-ফিল’ তথ্য বিকল্প ব্যবহার করতে নিষেধ করেছে। ডেবিট কার্ডের সিভিভি, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কার্ড নম্বরের তথ্যগুলি নিজে হাতে টাইপ করতে বলেছে। অটো-ফিল তথ্যের মাধ্যমে তা পূরণ করা উচিত নয় বলে জানানো হয়েছে।
এর আগে সাইবার দোস্ত বলেছিল, হ্যাকাররা ব্যাঙ্ক গ্রাহকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হাতিয়ে নিতে পারে। পরে গ্রাহকের আত্মীয়পরিজনজের কাছে আর্থিক সাহায্যের জন্য অ্যাক্সেস জোগাড় করে নিতে পারে।
ফিশিং (phishing) কী?
ভুয়ো ই-মেল অথবা ওয়েবসাইটের মাধ্যমে কোনো ভুক্তভোগীকে ফাঁদে ফেলে প্রতারকরা। ওই সমস্ত ক্ষেত্রে লগ-ইন করতে গিয়ে ঠিকানা, যোগাযোগ নম্বর, জন্মতারিখ ব্যবহারের ফলে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় ফিশাররা। নিজের ই-মেল অ্যাকাউন্টে আসা এ ধরনের ই-মেল অথবা ওয়েবলিঙ্কগুলি ক্লিক করার আগে সতর্ক থাকতে হবে। সেগুলি প্রকৃত, নাকি ভুয়ো তা খতিয়ে দেখতে হবে।