ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশি টাকা তোলার জন্য ফি দেওয়ার নিয়ম শুধুমাত্র এটিএম লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, একই নিয়ম ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রেও প্রযোজ্য। যে কারণে, আপনার জানা উচিত ট্যাক্স না দিয়ে বছরে কত টাকা তোলা যাবে।
কোন ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে
অনেকেই মনে করেন, তাঁরা বিনামূল্যে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যতটা চান তত নগদ তুলতে পারবেন। কিন্তু, আয়কর আইনের ১৯৪এন ধারার অধীনে, যদি একজন ব্যক্তি একটি আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি উত্তোলন করেন, তাহলে তাঁকে টিডিএস (TDS) দিতে হবে। তবে, , এই নিয়ম শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের জন্য যাঁরা টানা তিন বছর আয়কর রিটার্ন (ITR) জমা দেননি। কোনো ব্যাঙ্ক, সমবায় বা পোস্ট অফিস থেকে ২০ লক্ষ টাকার বেশি উত্তোলন করলে এই ধরনের ব্যক্তিদের টিডিএস দিতে হবে।
কোন ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে না
অন্য় দিকে, যাঁরা আইটিআর ফাইল করছেন, তাঁদের জন্য এই নিয়মে রয়েছে স্বস্তি। এই ধরনের গ্রাহকরা টিডিএস না দিয়েই ব্যাঙ্ক, পোস্ট অফিস বা কো-অপারেটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটি আর্থিক বছরে ১ কোটি টাকা পর্যন্ত নগদ তুলতে পারেন।
ট্যাক্সের হার কত
এই নিয়মের অধীনে, আপনি যদি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ কোটি টাকার বেশি উত্তোলন করেন তবে ২ শতাংশ হারে টিডিএস কাটা হবে। আপনি যদি গত তিন বছর ধরে একটানা আইটিআর ফাইল না করেন, তা হলে আপনাকে ২০ লক্ষ টাকার বেশি নগদ তোলার উপর ২ শতাংশ হারে টিডিএস এবং ১ কোটি টাকার বেশি তোলার জন্য ৫ শতাংশ হারে টিডিএস দিতে হবে।
টিডিএস কী?
এটি আয়করেরই একটি অংশবিশেষ। এর পুরো অর্থ হল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স অর্থাৎ কোনও উৎস থেকে ট্যাক্স বা কর কেটে নেওয়া। টিডিএস হার আয়কর আইনের আওতায় সরকার নির্ধারণ করে। সামগ্রিক ভাবে, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকার তাৎক্ষণিক ভাবে কর আদায় করে। যদি উৎস থেকে কাটা টিডিএসের পরিমাণ মোট ট্যাক্স লায়াবেলিটির চেয়ে বেশি হয়, সে ক্ষেত্রে আইটিআর ফাইলিংয়ের মাধ্যমে এই টাকা ফেরত পাওয়া যায়।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে তিনগুণের বেশি বাড়তে পারে ভারতীয় ওষুধের বাজার, গুণমানে নজর দেওয়ার আহ্বান রিপোর্টে
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.