২০২৩-২৪ আর্থিক বছরের জন্য প্রতি ইক্যুইটি শেয়ার প্রতি ১ টাকা ফেস ভ্যালুর উপর ১১০০ শতাংশ অর্থাৎ ১১ টাকার অন্তর্বর্তী লভ্যাংশ (interim dividend) অনুমোদন করল বেদান্ত লিমিটেড। মোট শেয়ারের উপর ৪ হাজার ৮৯ টাকা লভ্যাংশ দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর।
স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে বেদান্ত লিমিটেড সোমবার জানিয়েছে, দ্বিতীয় অন্তর্বর্তী লভ্যাংশ হিসাবে প্রতি ইক্যুইটি শেয়ারে ১১ টাকা অনুমোদন করেছে সংস্থার বোর্ড অব ডিরেক্টর। লভ্যাংশ প্রদানের রেকর্ড তারিখ ২৭ ডিসেম্বর।
গত ১৪ ডিসেম্বর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল বেদান্ত লিমিটেড। তার পর থেকে বেদান্তের শেয়ার প্রায় ৪ শতাংশ বেড়েছে। এর আগে, অনিল আগরওয়ালের নেতৃত্বাধীন সংস্থা এই বছরের মে মাসে শেয়ার প্রতি ১৮ টাকা ৫০ পয়সার প্রথম অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল।
কোনো সংস্থা বিনিয়োগকারীদের নিজের লাভের অংশ দিয়ে থাকে তাকেই লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। তবে এই লভ্যাংশের সুবিধা পাওয়ার জন্য একটি নির্ধারিত তারিখ ঘোষণা করে কোম্পানি। সাধারণত, আপনি যদি রেকর্ড তারিখ পর্যন্ত একটি শেয়ার ক্রয় করেন, তাহলে আপনি লভ্যাংশ পাওয়ার অধিকারী।
উল্লেখযোগ্য ভাবে, মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে সংস্থার পরিচালনমণ্ডলীর বৈঠক। জানা গিয়েছে, ওই বৈঠকে একটি প্রাইভেট প্লেসমেন্ট ভিত্তিতে নন-কনভার্টেবল ডিবেঞ্চার (এনসিডি) ইস্যু করার প্রস্তাব বিবেচনা করা হবে।
প্রসঙ্গত,গত সপ্তাহে ঝড় উঠেছিল ভারতীয় শেয়ার বাজারে। বাজারের অন্য়তম সূচকগুলি পৌঁছে গিয়েছে সর্বকালীন সর্বোচ্চ উচ্চতায়। তবে সোমবার ছন্দপতন। ১৬৮ পয়েন্ট বা ০.২৪ শতাংশ পতনের মুখ দেখেছে সেনসেক্স। যদি বেদান্ত লিমিটেডের শেয়ার ৩ টাকা ৮০ পয়সা বা ১.৪৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ২৬১ টাকায়।
আরও পড়ুন: ৩১ ডিসেম্বরের মধ্যে মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট সংক্রান্ত এই কাজটি না করলে জটিলতা অবধারিত