Connect with us

খবর

প্রায় ৪০০ কর্মী ছাঁটাই করল উবের

অ্যাপ ভিত্তিক এই ক্যাব পরিষেবা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করা হয়েছে।

Published

on

সেই মার্কেটিং বিভাগের ৪০০ কর্মচারীকে ছাঁটাই করেছিল উবের। এবারে কোপ পড়ল প্রোডাক্টের ১৭০ এবং ইঞ্জিনিয়ারিংয়ের ২৬৫ জন কর্মীর ওপর। প্রত্যেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মী।

অ্যাপ ভিত্তিক এই ক্যাব পরিষেবা সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে অভিহিত করা হয়েছে। উবের জানিয়েছে, এই মুহুর্তে অবশ্যই বিষয়টি বেদনাদায়ক। বিশেষত প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থদের জন্য দুঃখজনক।

উবের বিশ্বাস করে যে এর ফলস্বরূপ সংস্থাটি আরও শক্তিশালী এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নততর হবে। যা সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

চলতি বছরের মে মাসে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় উবের। আত্মপ্রকাশের পর থেকে উবেরের প্রায় ৮.৮ শতাংশ লোকসান হয়েছে, যা এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের অফার প্রাইস ৪৫ ডলার এর থেকেও কম ।

বর্তমানে উবারের শেয়ারগুলি ৩৩.১৪ ডলারে লেনদেন করছিল, এটিও ৪৫ ডলারের নিচে।
উল্লেখযোগ্যভাবে, উবেরের আইপিও গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে বৃহত্তম আইপিও ছিল এবং সংস্থাটি ৮.১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল। তবে এই দুর্বল আত্মপ্রকাশ উবেরের রেভেনিউ আয় করার ক্ষমতা নিয়ে সন্দেহ তৈরি করেছিল।

সংস্থাটি ক্ষিতি হিসাবও তুলে ধরেছিল। আগস্টে সংস্থাটি তার জুনে শেষ হওয়া ত্রৈমাসিক ২ বিলিয়ন ডলার লোকসানের কথা জানিয়েছে। যা বৃহত্তম বলেই মনে করা হচ্ছে। পাবলিক সংস্থা হিসাবে উবারের প্রথম ত্রৈমাসিকের আয় যথেষ্ট হতাশার। এটি ৩.১ বিলিয়ন ডলার উপার্জনে এক বিলিয়ন ডলারের নিট লোকসান করেছে।

Advertisement