কলকাতা: নিউজ রিডার পদে আকাশবাণী কলকাতা পাঁচ জন নতুন লোক নিয়োগ করার কথা ঘোষণা করেছে। প্রার্থীদের নেওয়া হবে বাৎসরিক চুক্তির ভিত্তিতে। বেতন ২৩ হজার টাকা।
প্রসার ভারতীর সূত্রে খবর, স্থায়ী পদে লোক নিয়োগের কোনও সম্ভাবনা নেই। বেতনের বোঝা কমিয়ে অনেক বেশি পেশাদারিত্ব আনতে চাইছে তারা। অভিজ্ঞ লোকজন নেওয়ার জন্য বয়ঃসীমা অনেকটা বাড়িয়ে ৪৫ করা হয়েছে। প্রসার ভারতীর বক্তব্য, স্থায়ী পদের বেতন সরকারি স্কেলে হওয়ায় টাকা দিতে নাজেহাল হতে হত। এই নিয়ে সরকারের সঙ্গে প্রসার ভারতী বোর্ডের প্রায় খটামটি লাগত। তথ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছিল, বছরের পর বছর বরাদ্দ বৃদ্ধি সম্ভব নয়
জানা গিয়েছে প্রসার ভারতীর বর্তমান বোর্ড সরকারি আইআইএস অফিসারদের রিলিজ করে দিতে চায়। তার বদলে চুক্তিতে পেশাদার লোক নিয়োগ করে প্রতিযোগিতার বাজারে স্থান করে নিতে চায় তারা
চুক্তিতে নিউজ রিডার নিয়োগের জন্য খুব শীঘ্রই পরীক্ষা নেওয়া হবে। বর্তমানে আকাশবাণী কলকাতায় যাঁরা ক্যাজুয়াল নিউজ রিডার আছেন, তাঁরাও পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
চুক্তিতে নিযুক্ত রিডাররা পিএফ, গ্রাচুইটিরও সুযোগ পাবেন। এ ছাড়া যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী তাঁদের ইনক্রিমেন্ট হবে।