বিবি ডেস্ক : দায়িত্ব নিয়েই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কোডিভ মোকাবিলায় ২৩ হাজার ১২৩ কোটি টাকা জরুরি পরিষেবা প্যাকেজ ঘোষণা করলেন তিনি।
মন্ত্রিসভা সম্প্রসারণের পরেরদিন নতুন মন্ত্রীদের সঙ্গে বৃহস্পতিবার প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে জোর দেওয়া হয় কৃষি ও স্বাস্থ্য ক্ষেত্রে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত ব্যাখ্যা করে জানান, এই প্যাকেজের অর্থ কোন খাতে খরচ হবে। তিনি বলেন, করোনা দ্বিতীয় ঢেউ যখন শিখরে পৌঁছে ছিল তখন একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা করে কেন্দ্র। সেই সমীক্ষা করে এই প্যাকেজ ঘোষণা করা হচ্ছে।
স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো তৈরিতে এই প্যাকেজের অর্থ মূলত খরচ করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৭৭৩টি জেলায় শিশু চিকিৎসাকেন্দ্র ঘড়ে তোলা হবে এই অর্থে। এর পাশাপাশি কোভিড ত্রাণ তহবিল থেকেও সারা দেশে ২০ হাজার আইসিইউ বেডে ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন
কলকাতা সহ দেশের ৭ প্রধান শহরে আবাসন বিক্রি বেড়েছে, চাহিদা কম দামের ফ্ল্যাটে