নয়াদিল্লি : করোনার কালোছায়া কাটিয়ে বিশ্ব অর্থনীতিকে আবার দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে ভারত ও আমেরিকা। সেই লক্ষ্যেই ভারতের মার্কিন বিনিয়োগকারীদের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ‘‘ অতীতে ভারত-আমেরিকা বন্ধুত্ব উচ্চমাত্রায় গিয়েছিল। এখন এটাই সঠিক সময় যৌথ উদ্যোগের মাধ্যমে করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতিকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনা।’’
প্রধানমন্ত্রী ভারত-আমেরিকা বিজনেস কাউন্সিল আয়োজিত ‘ইন্ডিয়া আইডিয়াস সামিট’-এর ওয়েবনারে বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, ‘‘ভারতের উত্থান মানে, এমন একটি দেশে ব্যবসার সুযোগ তৈরি হওয়া যাকে আপনি বিশ্বাস করতে পারেন।’’
মোদী বলেন এই করোনা-কালেও ভারত জুলাই-এপ্রিল মাসে ২০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে। যার ফলে এ বছর মার্কিন বিনিয়োগ ৪০ বিলিয়ন ডলার পার করেছে।
মার্কিন সংস্থাগুলি কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে তার ক্ষেত্রগুলোও স্পষ্ট করে দেন। প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, অসামরিক বিইমান পরিবহণ, প্রতিরক্ষা এবং পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সম্ভবনা রয়েছে।
তিনি বলেন এটাই হল সঠিক সময় ভারতে বিনিয়োগ করার। ‘‘ভারত উন্মুক্ততা, সুযোগ এবং বিকল্পগুলির নিখুঁত সংমিশ্রণ তুলে দিচ্ছে। মুক্ত মন মুক্ত বাজার তৈরি করে। মুক্ত বাজার উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়।’’