বিবি ডেস্ক : আজ থেকে চালু হল আয়কর বিভাগের নতুন পোর্টাল। এই নতুন পোর্টালে করদাতারা আয়কর জমা সংক্রান্ত যাবতীয় সুবিধার পাশাপাশি ট্যাক্স রিফান্ডের কাজটিও দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারবেন।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের (CBDT) একটি বিজ্ঞপ্তি অনুযায়ী এই পোর্টালের মাধ্যমে খুব সহজে করদাতারা আয়কর দিতে পারবেন। www.incometax.gov.in হল পোর্টালটির ওয়েব অ্যাড্রেস।
১৮ জুন থেকে CBDT নতুন ট্যাক্স পেমেন্ট সিস্টেম চালু করছে। এই পোর্টালটি চালু করার পর, একটি মেবাইল অ্যাপও আনবে আয়কর বিভাগ। যার মাধ্যে আয়কর জমা দেওয়ার কাজটি করা যাবে বলে মনে করা হচ্ছে।
এক বিবৃতিতে CBDT জানিয়েছে, ‘‘নতুন পদ্ধতিতে ট্যাক্স প্রদানের ক্ষেত্রে সড়গড় হতে করদাতাদের কিছুটা সময় লাগবে। আমরা চাই করদাতা ব্যবহার করার আগে এর সব বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনেবুঝে নিক। নতুন পোর্টালটি চালু হওয়ার পর আমরা করদাতাদের কিছুটা ধৈর্য্য ধরতে অনুরোধ করছি। বেশ কিছু বড় পরিবর্তন আসছে, খুব শীঘ্রই তা প্রকাশিত হবে।
আরও পড়ুন : পিএফ অ্যাকাউন্টে ইউএএন নম্বর কী ভাবে অ্যাক্টিভেট করবেন, ইপিএফও জানাল পদ্ধতি …