খবর
প্যানের সঙ্গে আধার কার্ড সংযোগের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র
অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন

বিবি ডেস্ক : প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা ফের একবার বাড়াল কেন্দ্র। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সংযোগের কাজ করা যাবে।
অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর টুইট করে জানিয়েছেন, “প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করার সময়সীমাটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্তমান এই সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত”।
করোনা অতিমারীর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়কর আইন অনুযায়ী, এই সময়ের মধ্যে প্যান-আধার লিঙ্ক না পরবর্তীকালে সমস্যায় পড়ার সম্ভাবনা থাকছে।
লিঙ্ক না করালে কী সমস্যা?
নতুন সংযোজিত আইন অনুযায়ী, আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করালে জরিমানা নেবে সরকার। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ এক হাজার টাকার মধ্যে।
এ ছাড়া বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান নম্বরের প্রয়োজন হয়। ফলে আধারের সঙ্গে সংযুক্তি না করলে সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে। পরে লেনদেনর কাজে ব্যাঘাত ঘটবে।
আরও পড়ুন
Credit Card Tips: ক্রেডিট কার্ডে লোন নিয়েছেন, যত দ্রুত পারেন শোধ করুন
পিএফ অ্যাকাউন্টে ইউএএন নম্বর কী ভাবে অ্যাক্টিভেট করবেন, ইপিএফও জানাল পদ্ধতি …