বিবি ডেস্ক : প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত। শনিবার সিবিডিটি এই নতুন নির্দেশিকা জারি করেছে। এর আগে প্যান কার্ড লিঙ্ক করার সময় সীমা ছিল ৩০ সেপ্টেম্বর।
এই নিয়ে সপ্তমবার কেন্দ্র প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ালো কেন্দ্র।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স (CBDT) প্যান আধার লিঙ্ক করার সময়সীমা বাড়িয়ে নির্দেশিকা জারি করে। সংস্থার পক্ষ থেকে এর আগে জানিয়ে দেওয়া হয়, আয়কর সংক্রান্ত ব্যাপারে দুই ইউনিক আইডির লিঙ্ক থাকা জরুরি।
গতমবছর সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট জানায় আধার কার্ড সংবিধানগত ভাবে বৈধ। এবং আরও বলে আয়কর দাখিল এবং প্যান কার্ডের জন্য বায়োমেট্রিক কার্ড বাধ্যতামূলক। কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ৩০ সেপ্টেম্বর হওয়ার ফলে উৎসবে মরশুমে কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছিল দুটি কার্ড লিঙ্ক করানোর জন্য। সরকারের নয়া নির্দেশে কিছুটা হলে স্বস্তি দেবে।