বিবি ডেস্ক : উৎসবের মরসুমে ফের একদফা গাড়ির দাম কমালো দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি। শুক্রবার সংস্থা সংস্থা পক্ষে থেকে এই দাম কমানোর কথা জানানো হয়েছে। এর ফলে বালেনো আরএস মডেলের গাড়ির দাম কমে গেল প্রায় ১ লাখ টাকা।
গত ২৫ সেপ্টেম্বর কয়েকটি বাছাই মডেলে গাড়ির দাম ৫০০০ টাকা কমানোর কথা ঘোষণা করে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড। কিন্তু দাম কমালেও বিক্রির বাজার সেভাবে বাড়েনি। তাই উৎসবে মরসুম শুরুর আগে এক মাসের মধ্যে দ্বিতীয় দফা দাম কমানো কথা ঘোষণা করল সংস্থাটি। এর ফলে বালেনো আরএস এক্স শোরুমের দাম কমল এক লাখ টাকা।
নবরাত্রি এবং দেওয়ালি শুরুর আগে গাড়ির দাম কমানোর ফলে ক্রেতাদের গাড়ি কেনার আগ্রহ বাড়বে বলেই সংস্থা আশা। কিছুটা হলেও চাঙ্গা হবে গাড়ির বাজার।
এই দাম কমানো ছাড়াও সংস্থা পক্ষ থেকে আরও কিছু অফার দেওয়া হচ্ছে। বিভিন্ন মডেলের গাড়ির উপর ৪০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
গত মাসেই অর্থমন্ত্রী ঝিমিয়ে পড়া গাড়ির বাজারকে চাঙ্গা করার জন্য একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। তুলে নেন সরকারি দফতরে গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা।
গাড়ি নির্মাতা সংস্থাগুলোও গাড়ির বিক্রি উপর জিএসটিতে ছাড় ছাড় চাইছিল। গত মাসে গাড়ি বিক্রির হার ৪১ শতাংশ পড়েছে।
আরও পড়ুন : মিউচুয়াল ফান্ড না কি পিপিএফ, কোথায় বিনিয়োগ বেশি লাভদায়ক?