প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। দেখতে দেখতে সময় কমে হাতে আর মাত্র কয়েকটা দিন। এই সময়সীমার মধ্যে প্যান-আধার লিঙ্ক না করলে ‘নিষ্ক্রিয়’ হয়ে যাবে আপনার প্যান কার্ড। তাই সময় থাকতেই জেনে নেওয়া ভালো, আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না?
সেন্ট্রাল বোর্ড অব ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিক (অব্যাহতি বিভাগের বাইরে), যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনো তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত। নইলে আগামী ১ এপ্রিল থেকে ‘নিষ্ক্রিয়’ হয়ে যাবে প্যান কার্ডটি।
প্যান কার্ড এমন একটি নথি, যা ছাড়া আর্থিক সম্পর্কিত অনেক কাজ করা যায় না। বিশেষ করে রিটার্ন দাখিল এবং আয়কর সংক্রান্ত কোনো কাজ প্যান কার্ড ছাড়া করা যাবে না। এ ছাড়াও ব্যাঙ্ক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানেও কেওয়াইসি-তে প্যান দেওয়া থাকে।
কী ভাবে জানবেন আপনার আধার-প্যান লিঙ্ক আছে কি না
এর জন্য, প্রথমে আপনাকে আয়কর বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। এখন Quick Link বিভাগে, Link Aadhaar Status-এ ক্লিক করুন। অথবা আপনি সরাসরি এই লিঙ্কটিতেও ক্লিক করতে পারেন- লিঙ্ক আধার স্ট্যাটাস চেক
এর পরে আপনাকে ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে।
এ বার View Aadhaar Link Status-এ ক্লিক করুন।
যদি আপনার আধার লিঙ্ক করা থাকে তবে আপনার এটি লিঙ্ক করার দরকার নেই, আর যদি লিঙ্ক না থাকে তবে আপনাকে এখান থেকেই লিঙ্ক করতে হবে।
Discover more from banglabiz
Subscribe to get the latest posts sent to your email.