নিজের গাড়ি নেই। হাতে নগদের পরিমাণ ৫ হাজার টাকা, এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী।
বিবি ডেস্ক: দীর্ঘদিনের জনপ্রতিনিধি। এর আগে ছিলেন সাংসদ এবং রাজ্যের মন্ত্রী এবং বিভিন্ন উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ পদে। এহেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকা। এর বেশ কিছুটা অংশই তিনি রেখেছেন কিসান বিকাশ পত্র (KVP) এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC)।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র থেকে এ বারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। শুক্রবার হলদিয়া মহকুমাশাসকের দফতরে গিয়ে নিজের মনোনয়নপত্র জমা করেন। সংযোজিত হলফনামা থেকেই জানা গিয়েছে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য।
শুভেন্দু জানিয়েছেন, এখন তাঁর হাতে নগদ রয়েছে ৫ হাজার টাকা। এ ছা়ড়া পিএনবি, এসবিআই,অ্যাক্সিস, আইডিবিআই এবং সমবায় ব্যাঙ্ক মিলিয়ে তাঁর ১৫টি অ্যাকাউন্ট রয়েছে।
তাঁর হলফনামা অনুযায়ী, কেভিপি-তে তিনি রেখেছেন সব মিলিয়ে ৩ লক্ষ ২০ হাজার টাকা।
অন্য দিকে এনএসসি-তে রয়েছে ৫ লক্ষ ৪৫ হাজার টাকা। দুই প্রকল্প মিলিয়ে তাঁর সঞ্চয়ের পরিমাণ ৮ লক্ষ ৬৫ হাজার টাকা। অর্থাৎ, তাঁর হলফনামা থেকেই স্পষ্ট, তিনিও স্বল্পসঞ্চয় প্রকল্পে যথেষ্ট আগ্রহী।
পাশাপাশি কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং কার্ড ব্যাঙ্কে তাঁর শেয়ার রয়েছে যথাক্রমে ২,৮৮০ টাকা এবং ১১,৩৬০ টাকা।
নিজস্ব গাড়ি অথবা মূল্যবান ধাতুর অলঙ্কার নেই বলেই জানিয়েছেন তিনি। তাঁর অস্থাবর সম্পদের মূল্য ৫৯,৩১,৬৪৭.৩২ টাকা।
আরও পড়তে পারেন: Home Insurance করার আগে জেনে রাখা ভালো