বিবি ডেস্ক : বেহাল আর্থিক পরিস্থিতিকে সামাল দিতে কাঠামোগত সংস্কারে জোর দিতে হবে বলে কেন্দ্রকে পরামর্শ দিলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। বৃস্পতিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, বর্ধিত বহিরাগত ঝঁকি থাকা সত্বেও, বৈদেশিক জিডিপি মাত্র ১৯.৭ শতাংশ হওয়ায় দেশের অর্থনীতির পক্ষে স্থীতিশীল বলা যেতে পারে।
সম্প্রতি ড্রোণ হামলায় পরিপ্রেক্ষিতে পেট্রোল ডিজেলের দাম বাড়লেও রিজার্ভ ব্যাংকের গভর্নরের আশা, সৌদি সংকট মূদ্রাস্ফীতি এবং আর্থিক সংকটের উপর খুব অল্পই প্রভাব ফেলবে।
ব্যাংক সংযুক্তিকরণের প্রসঙ্গে আরবিআই গর্ভনর বলেন, এই সংযুক্তিকরণ যেন মৃসণ এবং ঝামেলাহীন ভাবে হয়। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আরবিআই সব সময় নজরে রাখবে। ঠিক যে ভাবে ব্যাংকের উপর নজর রাখা এবং নিয়ন্ত্রণ করা হয়। এর জন্য বিশেষ টিম থাকবে।
সূত্র : হিন্দুস্থান টাইমস