নিজস্ব প্রতিবেদন: গোটা দেশের সব রাজ্যেই পেট্রোল-ডিজেলের দামে আগুন লেগেছে।কলকাতাতেও পাল্লা দিয়ে বেড়েছে পেট্রো পণ্যের দাম।
কলকাতাতে পেট্রোল লিটার প্রতি ২৫ পয়সা ও ডিজেল ২৪ পয়সা বেড়েছে ৷ দাম বাড়ার পরে কলকাতায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের নতুন দাম হয়েছে যথাক্রমে ৭৫.১৪ টাকা এবং ৬৮.২৩ টাকা ৷
কলকাতার পাশাপাশি দিল্লিতেও পেট্রোল লিটার প্রতি ২৫ পয়সা ও ডিজেল ২৪ পয়সা বেড়েছে ৷ রাজধানী দিল্লিতে এখন লিটার প্রতি পেট্রোল ৭২.৪২ টাকা ও ডিজেল ৬৫.৮২ টাকা হয়েছে৷
কলকাতা-দিল্লির পাশাপাশি দেশের বাকি দুই মেট্রো শহরেও অগ্নিমূল্য পেট্রোল। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ২৬ পয়সা করে ৷ চেন্নাইয়ে তা বেড়েছে প্রতি ২৬ পয়সা এবং ২৭ পয়সা করে।
বাণিজ্য নগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম হয়েছে ৭৮.১০ টাকা এবং ৬৯.০৪ টাকা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম ৭৫.২৬ টাকা ও ডিজেল ৬৯.২৫ টাকা ৷
একলাফে পেট্রোল-ডিজেলের দাম এতটা বৃদ্ধি পাওয়ায় রীতিমত সমস্যায় মধ্যবিত্ত ৷
আরও পড়ুন : বাজেট কমে ১০ হাজার থেকে ২০০, বউবাজারের ব্যবসায়ীদের বিশ্বকর্মা পুজো কাটলো অন্ধকারে