বিবিডেস্ক: বছরের চতুর্থবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেন, ৩৫ বেসিস পয়েন্ট হ্রাস করা হল রেপো রেটে। দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে মন্দার হার কাটিয়ে উঠতে বেশ কয়েকটি অর্থনৈতিক ক্ষেত্রে লগ্নির পরিমাণ বাডা়তে ঋণের হার কমানোর প্রবণতা দেখাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক, এমনটাই ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা মনে করেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দার প্রভাব স্পষ্ট ভাবে ধরা পড়েছে। রিজার্ভ ব্যাঙ্ক চাইছে, অটো মোবাইল এবং রিয়েল এস্টেটের মতো বেশ কয়েকটি শিল্পের চাহিদা সৃষ্টি করতে ঋণের সুদের হার কমাতে।
এ দিন রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ০.৩৫ শতাংশ কমিয়ে তা করা হল ৫.৪ শতাংশ। একই ভাবে রিভার্স রেপো রেটেও কমেছে ৩৫ বিপিএস। যার জেরে রিভার্স রেপো রেট ৩৫ বিপিএস কমে দাঁড়াল ৫.১৫ শতাংশে।
রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটে গত ন’বছরে এই হার সর্বনিম্ন। প্রায় এক দশক আগে বিশ্বজোড়া আর্থিক মন্দার সময় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ঘনঘন কমিয়েছিল। সেই সময় সমস্ত প্রধান ব্যাঙ্কগুলি যে কোনও ভাবে অর্থনৈতিক বৃদ্ধি ঘটাতে চাইছিল। রেপো রেট কমার ফলে গৃহ ঋণ ও অন্যান্য ইএমআইয়ের ক্ষেত্রেও সুদের হার কমবে।
পড়তে পারেন: এ বার সুপারমার্কেট, শপিংমলে মিলবে পেট্রল-ডিজেল!
যার স্পষ্ট প্রতিফলন দেখা গিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের সিদ্ধান্তে। রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত ঘোষণার পরই এসবিআই সুদের হার কমিয়েছে।
এসবিআই জানায়, ৮.৪০ শতাংশ থেকে এমসিএলআর ৮.২৫ শতাংশে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এর ফলে ২০১৯-২০ আর্থিক বছরে ব্যাঙ্ক ধারাবাহিক ভাবে চারবার এমসিএলআর হ্রাস করল।চলতি বছরের ১ জুলাই থেকেই এসবিআই রেপো রেট-ভিত্তিক গৃহঋণের সুযোগ দিচ্ছে গ্রাহকদের।