নয়াদিল্লি : কোভিড-১৯ সংক্রমণের জেরে আর্থিক পরিস্থিতি সামল দিতে ১.৫ লক্ষ কোটি টাকা প্যাকেজ ঘোষণা করতে পারে মোদী সরকার। দুটি সূত্র রয়টারকে এ খবর জানিয়েছে।
এই আর্থিক প্যাকেজের বিষয়টি এখন চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। যে আলোচনায় উপস্থিত থাকছে অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা।
এক আধিকারিক জানিয়েছেন, আর্থিক প্যাকেজের পরিমাণ ২.৩লক্ষ কোটি টাকাও হতে পারে। তবে টাকার অঙ্ক নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এই সপ্তাহের শেষের দিকে প্যাকেজে ঘোষণা করা হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। এই অর্থের একাংশ ১০কোটি দরিদ্র মানুষের ব্যাঙ্কে সরাসরি দেওয়া হতে পারে এর পাশাপাশি লকডাউনের ফলে যে সমস্ত ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তা করা হতে পারে।