নয়াদিল্লি : লকডাউনের সময় খাদ্য সরবরাহ বজায় রাখতে রেশন দোকানের মাধ্যমে ভরতুকিযুক্ত খাদ্যশস্যের মাসিক কোটা বাড়ানোতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে মাথাপিছু বাড়তি দু’কেজি করে খাদ্যশস্য মিলবে রেশন দোকান থেকে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক কেবিনেট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর এক সংবাদিক বৈঠকে বলেন, ‘‘মাথাপিছু ৭কেজি করে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ৮০ কোটি মানুষ উপকৃত হবেন।’’
গমের দাম ২৭টাকা প্রতি কেজি যা দেওয়া হবে ২টাকা কেজি দরে। চালের দাম ৩২টাকা কেজি, যা ৩টাকা কেজি দরে দেওয়া হবে রেশন দোকান থেকে, বলে তিনি জানিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, সমস্ত রাজ্যকে জানিয়ে দেওয়া হবে কেন্দ্রের কাছ থেকে অগ্রিম খাদ্যশস্য সংগ্রহ করে নেওয়ার জন্য।
খাদ্য নিরাপত্তা আইনের অধীনে প্রতি মাসে ৫কেজি খাদ্যশস্য ভরতুকিযুক্ত দামে দেওয়া হয়ে থাকে।