বিবি ডেস্ক : ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে নতুন বছরেও মোটেই আশার কথা শোনাতে পারবে না ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ড। জানুয়ারির পূর্বাভাসে বৃদ্ধিকে আরও কমাতে পারে বলে ইঙ্গিত দিলেন আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথ।
মঙ্গলবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, অর্থনীতি পর্যালোচনা করে অক্টোবরে মতোই জানুয়ারিতে বৃদ্ধির হার কমাতে পারে আএমএফ।
উপভোক্তার চাহিদা হ্রাস, বেসরকারি বিনিয়োগ এবং রফতানির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাওয়ায় গত সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধির হার নেমে হয় ৪.৫ শতাংশ। যা গত ছ’বছরের মধ্যে সবচেয়ে কম। রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্য আর্থিক পর্যবেক্ষকরা পর্যলোচনা করে ২০২০ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হারকে নিম্নমুখী রয়েছে।
গীতা গোপীনাথ জানিয়েছেন, ভারতের মতো এমন উদীয়মান বাজারের এমন অবস্থা সত্যিই অবাক করে দেওয়ার মতো বিষয়।
তিনি জানিয়েছেন, ‘‘যে সমস্ত তথ্য এসেছে সেগুলির পর্যলোচনা করে জানুয়ারির সংখ্যা প্রকাশিত হবে। তবে এখন পর্যন্ত যে হিসাব দেখা গিয়েছে তাতে ভারতের আর্থিক বৃদ্ধি নিম্নমুখী।’’
অর্থবর্ষ ২৫-এর মধ্যে জিডিপি ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা আদৌ ছুঁতে পারবে কিনা সে ব্যপারে তিনি যথেষ্ট সন্দিহান।
সুত্র : মিন্ট