নজরে স্টক : ইয়েস ব্যাঙ্ক, পিএনবি, ইন্ট্রাগ্লোব অ্যাভিয়েশন, টাটা মোটরস

বিবি ডেস্ক : আজ সপ্তাহের প্রথম দিন যে স্টকগুলি নজরে থাকবে তার মধ্য উল্লেখযোগ্য হল

পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক : কেন্দ্রীয় ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী এই পাবলিক সেকটর ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেটের পরিমাণ ২০১৮-১৯ অর্থবর্ষে ২,৬১৭ কোটি । এই অর্থবর্ষে তামাদি হয়ে যাওয়া ঋণের পরিমাণ ২,০৯১ কোটি টাকা।

টাটা মোটর : কোম্পানির চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ম্যানেজিং ডিরেক্টর গেন্টার বুটসেক রবিবার জানিয়েছেন দেশীয় বাজারে মন্দা চললেও তাঁরা কর্মী সংখ্যা কমানোর কথা ভাবছেন না। আগামী কয়েক মাসের মধ্যেই তাঁরা নতুন প্রোডাক্ট বাজারে আনছেন।

ইয়েস ব্যাঙ্ক : মাস খানেক ধরে বিনিয়োগকারীর নজরে রয়েছে ইয়েস ব্যাঙ্ক। শুক্রবার বাজার বন্ধের পর তারা জানায়, সরকারি পদক্ষেপে পর তারা আশাবাদী তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কটি লাভের মুখ দেখবে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে তামাদি হয়ে যাওয়া ঋণের ধাক্কায় তাদের ৬২৯.১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

জেএসডব্লু স্টিল : এই স্টিল উৎপাদক সংস্থা জানিয়েছে দেউলিয়া হয়ে যাওয়া বর্ধমান ইন্ড্রাস্ট্রিস লিমিটেডে (ভিআইএল) ৬৩.৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০১৮ ডিসেম্বরে জেএস ডব্লু স্টিলকে অধিগ্রহণের অনুমোদন দেয় এনসিএলটি।

এ ছাড়াও যে স্টকগুলি এ দিন নজরে থাকবে সেগুলি হল , স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,বিইএমএল, গোদরেজ ইন্ড্রাস্ট্রিজ, এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক, বিমান পরিষেবার স্টকগুলি, ধাতব দ্রব্যের স্টকগুলি।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.