বিবি ডেস্ক : মন্দার বাজারে বড় ঘোষণা করল দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক। সারা দেশে মোট ৩৫০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ICICI bank।
ব্যাঙ্ক সূত্রে খবর, মার্চ ২০২০ সালের মধ্যে গোটা ভারতে ব্যাঙ্কের ৫৩০০টি শাখা খোলার লক্ষ্যমাত্রা রয়েছে। সেই লক্ষ্যপূরণে ৪৫০টি নতুন শাখা খোলা হবে বলেই জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আর এর ফলে প্রায় ৩৫০০ নতুন কর্মী নিয়োগ করবে ICICI bank।
শাখা পিছু ৭-৮ জন করে কর্মী নিয়োগ করা হবে বলে খবর। এই মুহূর্তে ব্যাংকের প্রতিটি শাখায় ৭০ জনের মত কর্মী কাজ করেন।
মূলত নিজেদের নেটওয়ার্কের পরিধি আরও বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।