বিবিডেস্ক: ভারতের বৃহত্তম অনলাইন পণ্য বিক্রয়কারী মার্কেটপ্লেস পয়সাবাজার ডটকম ঘোষণা করল, তাদের প্ল্যাটফর্মে বিনে পয়সায় আয়কর রিটার্ন করতে ৫০ হাজার গ্রাহক নাম নথিভুক্ত করেছেন। চলতি আগস্টেই সংস্থা নিখরচায় আয়কর রিটার্নের বিশেষ সুযোগের কথা জানিয়েছিল সংস্থাটি। স্বাভাবিক ভাবে প্রাথমিক পর্যায়েই এই বিপুল সংখ্যক গ্রাহকের আগ্রহ চমকে দেওয়ার মতোই।
তবে করদাতাদের উৎসাহ জোগাতে একাধিক উদ্যোগ নিয়েছিল সংস্থা। যেমন অংশগ্রহণকারীদের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে ৫টি স্মার্ট টিভি, ১০০টি ব্লুটুথ হেডসেট এবং আরও অনেক রকমের পুরষ্কার ঘোষণা করেছে পয়সাবাজার। আয়কর দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই মেয়াদেই পয়সাবাজার তাদের এই নতুন প্ল্যাটফর্মটি প্রকাশ্যে নিয়ে আসে।
প্রসঙ্গত, আয়কর দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত মাত্র ২.৬৬ কোটি ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত অর্থবর্ষে রিটার্ন জমাকারীর সংখ্যা ৬.৬ কোটির বেশি ছিল। স্বাভাবিক ভাবেই একটা বিপুল অংশের আয়কর দাখিলকারীর অনুপস্থিতি স্পষ্ট হয়ে ধরা পড়েছে।
পড়তে পারেন: ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে কি আয়কর ছাড় পাওয়া যায়?
পয়সাবাজার ডটকমের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা নবীন কুক্রেজা বলেছেন, “পয়সাবাজার ডটকমের লক্ষ্যটি হ’ল একটি বিস্তৃত প্ল্যাটফর্ম তৈরি করা যা আমাদের গ্রাহকের প্রতিটি ব্যক্তিগত আর্থিক চাহিদা পূরণ করতে সহায়ক হতে পারে। বাজারের অন্যতম বিশ্বস্ত আর্থিক পরিষেবা প্রদানকারী গ্রাহক ব্র্যান্ড হিসাবে, আমরা গ্রাহকদের বিশ্বাসকে আরও বাড়িয়ে তুলতে চাই, সেই উদ্দেশেরই একটি অঙ্গ এই বিনামূল্যে আইটিআর ফাইল করার পরিষেবাটি”।