Connect with us

খবর

উৎসবের মাসে ক’দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? দেখে নিন তালিকায়

উৎসবের মাস অক্টোবর। দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মীপুজো, এবং আরও অনেক উৎসব রয়েছে। বিভিন্ন উৎসব উদ্‌যাপনের দিনগুলিতে রয়েছে ছুটি।

Published

on

ব্যাঙ্ক

বিবি ডেস্ক: উৎসবের মাস অক্টোবর। দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মীপুজো, এবং আরও অনেক উৎসব রয়েছে। বিভিন্ন উৎসব উদ্‌যাপনের দিনগুলিতে রয়েছে ছুটি।

প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবার সব বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে। এরই সঙ্গে রয়েছে বিভিন্ন উৎসবের ছুটি। ফলে কোনো রকমের বিভ্রান্তি এড়াতে এই সমস্ত ছুটির দিনগুলির কথা মাথায় রেখে নিজেদের ব্যাঙ্ক সম্পর্কিত কাজের পরিকল্পনা করতে হয় গ্রাহকরা।

অক্টোবরে ব্যাঙ্ক বন্ধের তালিকা

২ অক্টোবর, রবিবার: গান্ধী জয়ন্তী

৩ অক্টোবর, সোমবার: মহাঅষ্টমী

৪ অক্টোবর, মঙ্গলবার: মহানবমী

৫ অক্টোবর, বুধবার: বিজয়া দশমী

৮ অক্টোবর, শনিবার: মাসের দ্বিতীয় শনিবার

৯ অক্টোবর, রবিবার: লক্ষ্মী পুজো

১৬ অক্টোবর, রবিবার: সাপ্তাহিক ছুটি

২২ অক্টোবর, শনিবার: মাসের চতুর্থ শনিবার

২৩ অক্টোবর, রবিবার: সাপ্তাহিক ছুটি

২৪ অক্টোবর, সোমবার: দীপাবলি

২৫ অক্টোবর, মঙ্গলবার: দিওয়ালি

৩০ অক্টোবর, রবিবার: সাপ্তাহিক ছুটি

আরও পড়ুন: সুদের হার বাড়াল এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্ক, জানুন ইএমআই কতটা বাড়বে

Advertisement