সুদের হার বাড়াল এসবিআই এবং অন্যান্য ব্যাঙ্ক, জানুন ইএমআই কতটা বাড়বে

SBI

বিবি ডেস্ক: ৫০ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়ে রেপো রেট (repo rate) করা হয়েছে ৫.৯০ শতাংশ। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর এই ঘোষণার পরই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক ব্যাঙ্ক।

এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট (ELBR) এবং রেপো-লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) ৫০ বেসিস পয়েন্ট বা অর্ধ শতাংশ বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)।

কীসে কতটা বাড়ল?

এই বৃদ্ধির পরে এসবিআই-এর ইবিএলআর এখন ৮.৫৫ শতাংশ এবং আরএলএলআর ৮.১৫ শতাংশ। নতুন এই হার কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। গৃহঋণ এবং গাড়ি ঋণ-সহ ঋণগ্রহীতাদের যে কোন ঋণ দেওয়ার সময় ব্যাঙ্কগুলি ইবিএলআর এবংআরএলএলআর-এর উপর ক্রেডিট রিস্ক প্রিমিয়াম (CRP) যোগ করার প্রথাগত। ক্রেডিট রিস্ক প্রিমিয়াম বিভিন্ন কারণের উপর নির্ভর করে। এবং একেক জন ঋণগ্রহীতার ক্ষেত্রে এটা পৃথক হতে পারে।

২০১৯ সাল থেকে এসবিআই-সহ সমস্ত ব্যাঙ্ক এক্সটার্নাল বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত সুদের হার পরিবর্তিত হয়েছে আরবিআই-এর রেপো রেট বা ট্রেজারি বিল ইয়েল্ডের উপর নির্ভর করে। একটি “ফ্লোটিং রেট অব ইন্টারেস্ট”-এ গৃহঋণ দেয় এসবিআই, যা হয় ইএলবিআর অথবা এমসিএলআর সুদের হারের আওতায় পড়ে।

বাড়বে মাসিক কিস্তি

এই দুই হারের বৃদ্ধি বর্তমান এবং আগামীতে যাঁরা ঋণ নেবেন, উভয়েরই মাসিক কিস্তি (EMI)-এর উপর প্রভাব ফেলবে। অর্থাৎ, বাড়তি বোঝা চাপবে মাসিক কিস্তিতে।

উদাহরণ হিসেবে বলা চলে, ২৫ বছরের মেয়াদে কোনো ৫০ লক্ষ টাকার গৃহঋণে ৮.০৫ শতাংশ হারে মাসিক কিস্তি পড়ে ৩৮,৭৫৭ টাকা। সেই হার এখন ন্যূনতম ৮.৫৫ শতাংশ হয়ে যাওয়ায় মাসিক কিস্তি বেড়ে দাঁড়াবে ৪০,৪৩০ টাকা।

বলে রাখা ভালো, এখন সমস্ত রকমের ঋণের মধ্যে ন্যূনতম সুদের হার গৃহঋণে। তবে এই ঋণ নিলে বা নিতে গেলে এখন কমপক্ষে ৮.৫৫ শতাংশ হারে সুদ দিতে হবে গ্রাহককে

একই পদক্ষেপ অন্যান্য ব্যাঙ্কেরও

তবে, শুধু এসবিআই নয়, কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল সুদের হার বাড়ানোর পরেই সমস্ত বড়ো ব্যাঙ্ক যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং এইচডিএফসি (HDFC) সুদের হার বাড়িয়েছে।

আরও পড়ুন: এলআইসি-র নিউ পেনশন প্লাস পলিসি, জানুন বিস্তারিত

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.