বিবি ডেস্ক: নতুন পেনশন প্লাস প্ল্যান চালু করেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। অসবরের জন্য আলাদা করে সঞ্চয়ের সুবিধা রয়েছে এই প্ল্যানে।
এলআইসি নিউ পেনশন প্লাসের লক্ষ্য পদ্ধতিগত এবং সুশৃঙ্খল সঞ্চয়ের মাধ্যমে একটি সংস্থান তৈরি করা। মেয়াদ শেষ হওয়ার সময় যা নিয়মিত আয়ে রূপান্তরিত হতে পারে। নিয়মিত আয়ের জন্য, পলিসিধারককে একটি বার্ষিক প্ল্যান (annuity plan) কিনতে হবে।
এলআইসি-র নিউ পেনশন প্লাস পলিসি (LIC New Pension Plus policy) অফলাইনে এজেন্ট বা অন্য মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এবং অনলাইনে সরাসরি www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।
প্রিমিয়াম জমা দেওয়ার পদ্ধতি
রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “এই প্ল্যানটি হয় একক প্রিমিয়াম বা নিয়মিত প্রিমিয়াম পেমেন্ট ফ্রিকোয়েন্সি হিসাবে কেনা যাবে। একটি নিয়মিত প্রিমিয়াম নীতির অধীনে, প্রিমিয়াম পলিসির মেয়াদে তা দিতে হবে”।
প্রিমিয়াম জমা করায় চার রকমের বিকল্প পদ্ধতি রয়েছে পলিসিহোল্ডারদের জন্য। সেটা আপনি চাইলে প্রতি মাসে, প্রতি তিন মাস অন্তর, প্রতি ছ’মাস অন্তর বা প্রতি বছর দিতে পারেন। আপনার বেতনের টাকা থেকে কেটে যাবে প্রিমিয়ামের টাকা।
কত টাকা বিনিয়োগ করতে চান, তা বেছে নিতে হবে বিনিয়োগকারীকে। প্রদত্ত প্রতিটি প্রিমিয়ামের উপর একটি প্রিমিয়াম বরাদ্দ চার্জ ধার্য করা হবে। নিয়ম অনুযায়ী, বরাদ্দের হার হিসাবে পরিচিত ব্যালেন্স পরিমাণ প্রিমিয়ামের সেই অংশ গঠন করে, যা পলিসিধারকের বেছে নেওয়া একটি তহবিলের ইউনিট কেনার জন্য ব্যবহার করা হয়।
পলিসির মেয়াদ
প্রিমিয়ামের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা, পলিসির মেয়াদ, ইত্যাদির উপর নির্ভর করে প্রিমিয়ামের পরিমাণ এবং পলিসির মেয়াদও বেছে নিতে পারেন পলিসিধারক। এমনকী, কিছু শর্ত সাপেক্ষে একই নিয়ম ও শর্তাবলি-সহ সঞ্চয়ের সময়কাল বাড়াতে পারেন।
আরও পড়ুন: মূল্যবৃদ্ধি রুখতে সুদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা প্রভাব পড়বে গাড়ি-বাড়ির বাজারে?