তুঙ্গে শেয়ার বাজার! আগস্টে এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে রেকর্ড বিনিয়োগ

mutual fund

ভারতীয় শেয়ার বাজারের দৌড় অব্যাহত। এর জেরে চলতি বছরের আগস্ট মাসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ২০,২৪৫ কোটি টাকার পাঁচ মাসের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। একই সময়ে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (SIP) মাধ্যমে করা বিনিয়োগ আগস্টে সর্বকালের সর্বোচ্চে স্তরে পৌঁছেছে। এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ড স্কিমে মোট বিনিয়োগ এসেছে ১৫,৮১৪ কোটি টাকা।

মিউচুয়াল ফান্ডের সংগঠনের প্রকাশিত তথ্য অনুসারে, আগস্ট মাসে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে ২০,২৪৫.২৬ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। যেখানে এ বছরের জুলাইয়ে মাত্র ৭,৬২৫ কোটি টাকার বিনিয়োগ হয়েছিল।

বিশ্লেষকদের মতে, পদ্ধতিগত বিনিয়োগ প্ল্যানের মাধ্যমে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে আগস্ট মাসে রেকর্ড বিনিয়োগ দেখা গেছে। এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে মোট ১৫,৮১৪ কোটি টাকা বিনিয়োগ এসেছে, যা জুলাই মাসে ১৫,২৪৩ কোটি টাকা ছিল।

ও দিকে, শেয়ারবাজারে স্মল ক্যাপ ও মিড ক্যাপ সূচক রেকর্ড উচ্চতায় লেনদেন করছে। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকগুলিতে প্রচুর কেনাকাটা দেখা যাচ্ছে। তাই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে।

মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ, মিড ক্যাপ স্কিমেও আগস্ট মাসে সর্বোচ্চ বিনিয়োগ দেখা গেছে। আগস্টে স্মল ক্যাপ ফান্ডে ৪,২৬৫ কোটি টাকার বিনিয়োগ এসেছে, যা জুলাই মাসে ছিল ৪১৭১ কোটি টাকা। মিড ক্যাপ ফান্ডে ২,৫১২ কোটি টাকার বিনিয়োগ এসেছে, যা জুলাই মাসে মাত্র ১,৬২৩ কোটি টাকা ছিল।

অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডের (AMFI) তথ্য অনুসারে, মিউচুয়াল ফান্ডের ঋণ স্কিম থেকে ২৫,৮৭২ কোটি টাকা তুলতে দেখা গেছে। যেখানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ETF), ১,৮৯৩ কোটি টাকার বহিঃপ্রবাহ ছিল, যা জুলাই মাসে ছিল মাত্র ৩৫৩ কোটি টাকা। নতুন ফান্ড অফারগুলির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ৭,৩৩৪ কোটি টাকার বিনিয়োগ এসেছে, যেখানে জুলাই মাসে এই পরিমাণ ছিল ৬,৭২৩ কোটি টাকা।

আরও পড়ুন: এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন? এই ভুলগুলি এড়িয়ে চলুন

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.