বাংলাbiz ডেস্ক: মেয়াদি আমানত তথা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit, FD) ৭ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ইয়েস ব্যাঙ্ক (YES Bank)। প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৭.৭৫%।
এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস অথবা পিএনবি-র মতো ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে ৫-৬ শতাংশ সুদ দিলেও বেশ কয়েকটি ব্যাঙ্ক ৭ শতাংশ অথবা তার বেশি দিয়ে থাকে। যেগুলির মধ্যে রয়েছে ইন্ডাসইন্ড, আইডিএফসি ফার্স্ট এবং ইয়েস ব্যাঙ্কের মতো কয়েকটি ব্যাঙ্ক।
ইয়েস ব্যাঙ্কের এফডি সুদ (২ কোটি টাকার নীচে)
সাধারণের জন্য ২ কোটি টাকার নীচে এফডি-র জন্য ৫-৭ শতাংশ সুদ দিচ্ছে ইয়েস ব্যাঙ্ক। ৭ দিন থেকে শুরু করে এফডি-র সর্বোচ্চ মেয়াদ হতে পারে ১০ বছর পর্যন্ত।
সুদের হার
৭-৪৫ দিন: ৫ শতাংশ
৪৬-৯০ দিন: ৫.৫ শতাংশ
৩-৬ মাস: ৬ শতাংশ
৬-৯ মাস: ৬.৫ শতাংশ
৯ মাস থেকে ১ বছর: ৬.৫ শতাংশ
১ বছর থেকে ১০ বছর*: ৬.৭৫ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম অথবা ২ বছর থেকে ৩ বছরের কম (বিশেষ হার): ৭ শতাংশ
গত ৬ জুলাই থেকে চালু হওয়া সংশোধিত হার অনুযায়ী, প্রবীণ নাগরিকদের জন্য এফডি-তে ৫.৫-৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে ইয়েস ব্যাঙ্ক। বিস্তারিত দেখে নিন নীচের তালিকায়-
অনলাইনে এফডি!
ইয়েস ব্যাঙ্কের এফডি খোলা যায় অনলাইনেই। এর জন্য ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে যেতে হবে। মেনু থেকে ‘এফডি’ অপশন বেছে নিয়ে বেশ কয়েকটি ধাপে সঠিক তথ্যগুলি দেওয়ার মাধ্যমে ইয়েস ব্যাঙ্কের এফডি-তে বিনিয়োগ সম্ভব।