Connect with us

ফিনান্স

একটার পর একটা ‘কাঁটা’ সরিয়ে যে ভাবে এগোচ্ছে Bandhan Bank

একাধিক পরিকল্পনাকে সঙ্গী করে ব্যবসাবৃদ্ধিতে ইতিবাচক পদক্ষেপ নিয়ে চলেছে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধন ব্যাঙ্ক

Published

on

Bandhan Bank

বিশাল গুপ্ত: একাধিক পরিকল্পনাকে সঙ্গী করে ব্যবসাবৃদ্ধিতে ইতিবাচক পদক্ষেপ নিয়ে চলেছে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধন ব্যাঙ্ক। সম্প্রতি সংস্থার চিফ ইকনোমিস্ট এবং হেড অব রিসার্চ পদে সিদ্ধার্থ সান্যালকে নিয়োগ করেছে বন্ধন ব্যাঙ্ক। অন্য দিকে শেষ ত্রৈমাসিকে মুনাফা বৃদ্ধির পরিসংখ্যানও যথেষ্ট আশাব্যঞ্জক। একই সঙ্গে রয়েছে আরবিআইয়ের প্রমোটারদের অংশীদারিত্ব হ্রাসের নির্দেশ।

শাখা বৃদ্ধি

চলতি ২০১৯-২০ আর্থিক বছরে আরও ১৮৭টি শাখা খুলতে চলেছে বন্ধন ব্যাঙ্ক। সংস্থার তরফে ১০০০তম শাখাটির উদ্বোধন করে এমনটাই জানান ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ।

বর্তমানে বন্ধন ব্যাঙ্কের ১০০০টি শাখার পাশাপাশি রয়েছে ৩০১৪টি ঘরের দোরগড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার কেন্দ্র। এই ধরনের কেন্দ্রের সংখ্যাও আরও বাড়াতে চলেছে ব্যাঙ্ক। ২০১৯-২০ আর্থিক বছরে ৩৪০টি এই ধরনের কেন্দ্র তৈরি করছে ব্যাঙ্ক।

চন্দ্রশেখরবাবু ১০০০তম কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে জানান, বোর্ড ইতিমধ্যেই ২০০টি নতুন শাখা খোলার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১৩টি শাখা খোলা হয়েছে। হাতে রয়েছে আরও ১৮৭টি শাখা খোলার কাজ।

গত বছরের সেপ্টেম্বর মাসে বন্ধন ব্যাঙ্কের নতুন শাখা উদ্বোধন করায় নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এ ছাড়া লাইসেন্সের শর্তপূরণ না করতে জন্য সংস্থার সিইও চন্দ্রশেখর ঘোষের বেতনও বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠছে বন্ধন।

প্রমোটারদের অংশীদারিত্ব ৮২ শতাংশ থেকে ৪০ শতাংশে নামিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে এ ব্যাপারে গ্রুহ ফিনান্সের সঙ্গে ব্যাঙ্কের সংযুক্তিকরণে এনসিএলটির অনুমোদনের প্রতীক্ষা চলছে। সে ক্ষেত্রে প্রমোটারদের অংশীদারিত্ব হ্রাস পাবে ৬১ শতাংশ।

মুনাফা বৃদ্ধি

সম্প্রতি প্রকাশিত হয়েছে ব্যাঙ্কের এপ্রিল-জুন ত্রৈমাসিকের আয়-ব্যয়ের রিপোর্ট। সেখানে জানানো হয়েছে, ব্যাঙ্কের মুনাফা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ৪৫.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০১.১৪ কোটি টাকা হয়েছে।গত ২০১৮ আর্থিক বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৪৮১.৭১ কোটি টাকা। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে আমানতের পরিমাণ কিছুটা কমেছে।  একাংশের সেভিং অ্যাকাউন্টধারী গ্রাহক স্থায়ী আমানতে টাকা সঞ্চয় করার প্রবণতা দেখানোয় সেভিংসে অ্যাকাউন্টে গচ্ছিত টাকার পরিমাণ কমেছে বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

নতুন নিয়োগ

বন্ধন ব্যাঙ্কের চিফ ইকনোমিস্ট এবং হেড অব রিসার্চপদে নিয়োগ করা হয়েছে সিদ্ধার্থ সান্যালকে। তিনি এর আগে বার্কলেস ব্যাঙ্ক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ছিলেন।  মুম্বইয়ে গত ২০১০ সাল থেকে তিনি সংস্থার ডিরেক্টর এবং চিফ ইন্ডিয়া ইকনোমিস্ট পদে কর্মরত ছিলেন তিনি। এ বার বন্ধন ব্যাঙ্কের আর্থিক গবেষণা এবং কৌশল পরিচালনা করবেন তিনি।

পড়তে পারেন: দিওয়ালিতে আলোকিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে Tata Capital থেকে Mahindra Finance

প্রসঙ্গত, গত ৩ আগস্ট কলকাতার হালতুতে বন্ধন ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন হয়। সল্টলেক সেক্টর ফাইভে নতুন সদর দফতর থেকে ওই ১০০০তম শাখার উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ।

খবর

পোস্ট অফিসের জনপ্রিয় সব সঞ্চয় প্রকল্প, জানুন সর্বশেষ সুদের হার

বার্ষিক ভিত্তিতে জমা করা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়ের সুবিধাও রয়েছে।

Published

on

বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় বা পোস্ট অফিস স্কিমের সুবিধা দিয়ে থাকে সরকার। এগুলো অনেকেরই ভিন্ন ভিন্ন চাহিদা পূরণ করে থাকে। এই সঞ্চয় প্রকল্পের সুদের হার তিন মাসে একবার (প্রতি ত্রৈমাসিক) সংশোধন করা হয়। এক দিকে সরকারি সমর্থন, অন্য দিকে নিশ্চিত রিটার্ন পাওয়ার কারণে একটা বড়ো অংশের বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় স্কিমগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি। অন্য দিকে বার্ষিক ভিত্তিতে জমা করা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়ের সুবিধাও রয়েছে।

অর্থমন্ত্রকের সর্বশেষ সার্কুলারে ঘোষণা করা হয়, চলতি ত্রৈমাসিকে পিপিএফ-এ ৭.১০ শতাংশ, এনএসসি-তে ৭.০০ শতাংশ, মান্থলি ইনকাম স্কিমে (MIS)৭.১০ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।

এক নজরে দেখে নিন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কার্যকর সুদের হার (Interest Rates)-

স্বল্প সঞ্চয় প্রকল্প১ জানুয়ারি, ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত সুদের হারকী ভাবে জমা হবে
সেভিংস ডিপোজিট৪%বার্ষিক
১ বছর মেয়াদি আমানত৬.৬০%ত্রৈমাসিক
২ বছর মেয়াদি আমানত৬.৮০%ত্রৈমাসিক
৩ বছর মেয়াদি আমানত৬.৯০%ত্রৈমাসিক
৫ বছর মেয়াদি আমানত৭.০০%ত্রৈমাসিক
৫ বছরের রেকারিং৫.৮০%ত্রৈমাসিক
৫ বছরের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম৮.০০%ত্রৈমাসিক এবং দিয়ে দেওয়া হয়
৫ বছরের মাসিক আয় প্রকল্প৭.১০%মাসিক এবং দিয়ে দেওয়া হয়
৫ বছরের জাতীয় সঞ্চয় শংসাপত্র৭.০০%বার্ষিক
পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম৭.১০%বার্ষিক
কিষান বিকাশ পত্র৭.২০% (১২৪ মাসে ম্যাচুরিটি)বার্ষিক
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম৭.৬০%বার্ষিক
সূত্র: অর্থমন্ত্রকের সার্কুলার
Continue Reading

ফিনান্স

সময়ের আগেই হোম লোন মেটাতে চান? জানুন দুর্দান্ত কিছু টিপস

সচরাচর এই সময়সীমা বেশ দীর্ঘমেয়াদি হয়ে থাকে। ফলে দিনের পর দিন ধরে ইএমআই-এর বোঝা বয়ে নিয়ে যেতে হয় ঋণগ্রহীতাকে।

Published

on

নিজের একটা বাড়ি বা ফ্ল্যাট। এমন স্বপ্ন অনেকেরই। কিন্তু এর জন্য দরকার বড়ো অঙ্কের টাকার। বাড়ি অথবা ফ্ল্যাট কেনার জন্য যে কারণে বেশির ভাগ ক্রেতাই শরণাপন্ন হন ব্যাঙ্ক অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের। যেখানে সহজ মাসিক কিস্তিতে গৃহঋণ (Home loan) নিয়ে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব।

একটি নির্দিষ্ট সুদের হারে ঋণ দেয় ব্যাঙ্ক। যার জন্য গ্রাহককে প্রতি মাসে ইএমআই (EMI) দিতে হয়। বেঁধে দেওয়া হয় ঋণ পরিশোধের সময়সীমা। সচরাচর এই সময়সীমা বেশ দীর্ঘমেয়াদি হয়ে থাকে। ফলে দিনের পর দিন ধরে ইএমআই-এর বোঝা বয়ে নিয়ে যেতে হয় ঋণগ্রহীতাকে।

অন্যদিকে, যত দিন না ঋণ পরিশোধ হচ্ছে, ততদিন গ্রাহকের বাড়ির কাগজপত্র ব্যাঙ্কের কাছে জমা থাকে। অর্থাৎ, ঋণের পরিমাণ সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত বাড়ির মালিকানা ব্যাঙ্কের হাতেই। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব এটি পরিশোধ করা উচিত। দ্রুত এই ঋণ মিটিয়ে দিয়ে ঝক্কি কমানোর কিছু বিকল্প পথও রয়েছে।

গৃহঋণ তাড়াতাড়ি পরিশোধ করতে, প্রতি বছর লোনের ব্যালেন্সের অতিরিক্ত ৫ শতাংশ জমা করতে পারেন। এতে করে মূল পরিমাণ কমে যায় এবং ২০ বছরের ঋণ ১২ বছরে সম্পূর্ণ করা যায়।

আরও একটি বিকল্পের মধ্যে রয়েছে বছরে বাড়তি ইএমআই জমা করার পদ্ধতি। আপনি যদি গৃহঋণ তাড়াতাড়ি মিটিয়ে দিতে চান তবে ১২-র পরিবর্তে বছরে ১৩টি ইএমআই দিন৷ প্রতি বছর যদি অতিরিক্ত একটি ইএমআই জমা করে, তা হলে ২০ বছরের ঋণ শেষ শেষ হয়ে যাবে ১৭ বছরে।

তবে সব কিছুই নির্ভর করছে গ্রাহকের মাসিক আয়ের উপর। কারণ, এমনিতেই গৃহঋণের ইএমআই বেশ বড়ো হয়। যদি বাড়তি অর্থের সংস্থান হয়ে যায়, তা হলে ব্যাঙ্কের সঙ্গে কথা বলে আপনি পূর্বনির্ধারিত ইএমআই-এর পরিমাণও বাড়িয়ে নিতে পারে। পরিসংখ্যান বলছে, মাসিক কিস্তি ৫ শতাংশ বাড়িয়ে নিলে ২০ বছরের ঋণ ১৩ বছরেই মিটিয়ে ফেলা সম্ভব।

আরও পড়ুন: কলকাতায় প্রথম শাখা খুলল ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক

Continue Reading

খবর

অর্থবর্ষ প্রায় শেষ, আয়কর বাঁচানোর ব্রহ্মাস্ত্র সম্পর্কে ওয়াকিবহাল তো?

আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে তা হল আয়কর আইনের ৮০ নম্বর ধারা। আয়কর বাঁচাতে এটাই হতে পারে আপনার ব্রহ্মাস্ত্র।

Published

on

প্রায় শেষ হতে চলল ২০২৩ অর্থবর্ষ। আর কয়েক দিন পরেই পেশ হবে চলতি বছরের সাধারণ বাজেট (Budget 2023)। আর তার পরেই শুরু হবে আয়কর (Income Tax) বাঁচানোর জটিল হিসাব। এই অবস্থায় যা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে তা হল আয়কর আইনের ৮০ নম্বর ধারা। আয়কর বাঁচাতে এটাই হতে পারে আপনার ব্রহ্মাস্ত্র।

৮০ নম্বর ধারা কী

আয়কর আইনের ৮০ ধারা সাধারণ মানুষের হাতে কর থেকে ছাড় পাওয়ার অন্যতম অস্ত্র। আয়কর থেকে ছাড় পেতে এই ধারায় ১২টি উপধারা আছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে। ৮০ নম্বর ধারার যে উপধারার ছাড়ের সুযোগই আপনি নিন না কেন, আপনার কিন্তু ওই ১ লক্ষ ৫০ হাজার পর্যন্তই মোট ছাড় মিলবে এই ধারায়।

দেখে নেওয়া যাক কোন উপধারায় কী কী ছাড় পাওয়া যায়—

৮০ ধারার উপধারাগুলি কী কী

৮০সি (80 C): এই উপধারায় আপনি ছাড় পাবেন কর্মচারী ভবিষ্যনিধি, জীবন বিমা, ইএলএসএস, গৃহঋণের মূল শোধ, বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য স্ট্যাম্প ডিউটির খরচ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ইউলিপ, পাঁচ বছরের কর বাঁচানোর ফিক্সড ডিপোজিট, ইনফ্রাস্ট্রাকচার বন্ডের মতো বিনিয়োগে।

৮০সিসিসি (80 CCC): এই উপধারায় অ্যানুইটি পেনশন প্রকল্পে বিনিয়োগ অথবা সেই প্রকল্প থেকে পাওয়া আয়ের উপর ছাড় পাওয়া যায়।

৮০সিসিডি(১) (80 CCD (1): এই উপধারায় ক) বেতন বাবদ আয়ের ১০ শতাংশ, খ) স্বনিযুক্ত হলে সামগ্রিক বাৎসরিক আয়ের ২০ শতাংশ অথবা গ) এক লক্ষ ৫০ হাজার টাকা এই তিনের মধ্যে যেটি সব থেকে কম তার উপরে করছাড় মেলে।

৮০সিসিডি (১বি) (80 CCD (1B): এনপিএস প্রকল্পে বিনিয়োগের জন্য অতিরিক্ত ৫০ হাজার ছাড়। অটল পেনশন যোজনা থেকেও এই উপধারায় ছাড়ের সুযোগ রয়েছে।

৮০সিসিডি (২): চাকুরিরতদের জন্য এনপিএসে বিনিয়োগে ছাড়।

আরও পড়ুন: নজরে লোকসভা ভোট, বাজেটে গ্রামের দিকে বেশি নজর মোদী সরকারের

Continue Reading

Trending