একটার পর একটা ‘কাঁটা’ সরিয়ে যে ভাবে এগোচ্ছে Bandhan Bank
বিশাল গুপ্ত: একাধিক পরিকল্পনাকে সঙ্গী করে ব্যবসাবৃদ্ধিতে ইতিবাচক পদক্ষেপ নিয়ে চলেছে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধন ব্যাঙ্ক। সম্প্রতি সংস্থার চিফ ইকনোমিস্ট এবং হেড অব রিসার্চ পদে সিদ্ধার্থ সান্যালকে নিয়োগ করেছে বন্ধন ব্যাঙ্ক। অন্য দিকে শেষ ত্রৈমাসিকে মুনাফা বৃদ্ধির পরিসংখ্যানও যথেষ্ট আশাব্যঞ্জক। একই সঙ্গে রয়েছে আরবিআইয়ের প্রমোটারদের অংশীদারিত্ব হ্রাসের নির্দেশ।
শাখা বৃদ্ধি
চলতি ২০১৯-২০ আর্থিক বছরে আরও ১৮৭টি শাখা খুলতে চলেছে বন্ধন ব্যাঙ্ক। সংস্থার তরফে ১০০০তম শাখাটির উদ্বোধন করে এমনটাই জানান ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ।
বর্তমানে
বন্ধন ব্যাঙ্কের ১০০০টি শাখার পাশাপাশি রয়েছে ৩০১৪টি ঘরের দোরগড়ায় পরিষেবা পৌঁছে
দেওয়ার কেন্দ্র। এই ধরনের কেন্দ্রের সংখ্যাও আরও বাড়াতে চলেছে ব্যাঙ্ক। ২০১৯-২০
আর্থিক বছরে ৩৪০টি এই ধরনের কেন্দ্র তৈরি করছে ব্যাঙ্ক।
চন্দ্রশেখরবাবু ১০০০তম কেন্দ্রে...