বিবিডেস্ক: কোল ইন্ডিয়ার উৎপাদন এবং সরবরাহ গত বছরের একই মাসের তুলনায় চলতি ২০১৯ সালের জুলাই মাসে যথাক্রমে ৫.১% এবং ২.৯% হ্রাস পেয়েছে।
কোল ইন্ডিয়ার দেওয়া তথ্য থেকেই স্পষ্ট, সংস্থার উৎপাদন এবং সরবরাহের এই অবনমন চারটি সহায়ক প্রতিষ্ঠানের মন্দার জেরেই। ভারত কোকিংয়ের কয়লা উৎপাদন এবং সরবরাহ ২৮% হ্রাস পেয়েছে, সাইথ ইস্টার্ন কোলফিল্ডসের উৎপাদন এবং সরবরাহ যথাক্রমে ১২% এবং ৯% হ্রাস পেয়েছে। মহানদী কোলফিল্ডসের উৎপাদন ১৪% হ্রাস এবং সরবরাহ৭% হ্রাস পেয়েছে। নর্থ ইস্টার্ন কোলফিল্ডসের উৎপাদন ৮২% হ্রাস পেয়েছে যখন সরবরাহ আগের বছরের ঠিক এই সময়ের তুলনায় ৪৭% হ্রাস পেয়েছে।
তবে শুধু গত জুলাই মাস নয়, একই সঙ্গে জুলাইয়ে শেষ হওয়া ২০১৯-২০ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেও উৎপাদন এবং সরবরাহ, দুই-ই ধাক্কা খেয়েছে কোল ইন্ডিয়ায়। ৩১ জুলাই, ২০১৮ শেষ হওয়া প্রথম ত্রৈসামিকের সময়কালে কোল ইন্ডিয়ার উৎপাদন আগের সময়ের তুলনায় ১.১% হ্রাস পেয়েছে, অন্য দিকে সরবরাহ ০.৮% হ্রাস পেয়েছে।
সদ্য শেষ হওয়া জুলাই মাসে কোল ইন্ডিয়ার মোট উৎপাদন ৩৮.৫ মিলিয়ন টন , যা আগের বছরের একই সময়ে ছিল ৪০.৫৮ মিলিয়ন। অন্য দিকে গত জুলাইয়ে সরবরাহ ৪৮.৮৯ মিলিয়ন টনে সক্ষম হলেও গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৮.১৯ মিলিয়ন টন।
আরও পড়ুন: ১২ হাজারের স্বপ্ন অতীত, নিফটির মতিগতি কী বলছে?
একই ভাবে গত এপ্রিল-জুলাই, চারমাসে কোল ইন্ডিয়ার উৎপাদন যেখানে ১৭৫.৪৬ মিলিয়ন টন, সেখানে ২০১৮-১৯ আর্থিক বছরে এই পরিমাণ ছিল ১৭৭.৩৪ মিলিয়ন টন। সরবরাহের ক্ষেত্রেও অবনমন ঘটেছে সামান্য পরিমাণ। এ বছর এই সময়কালে সরবরাহ ২০০.১১ মিলিয়ন টন হলেও গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ২০০.৬৬ মিলিয়ন টন।