বিবিডেস্ক: ব্যাঙ্কে এক ব্যক্তির একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকতেই পারে। তবে তার কি কোনো উপকারিতা রয়েছে অথবা এর থেকে কি ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে বা বাড়তি অ্যাকাউন্টগুলি কি বন্ধ করে দেওয়া উচিত? এমন সব প্রশ্ন সচরাসচর মনে উদয় হয় ন। তবুও জেনে নেওয়া যেতে পারে বিশেষজ্ঞ কী বলেছেন ?
বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের নম্বর সংযুক্তি হয়। কোনো করদাতা যদি মনে করেন, একাধিক সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখে কোনো উপায়ে করছাড়ের মাত্রা বাড়ানো সম্ভব, তবে তা ভুল। কারণ, আয়কর দাখিল করার সময় প্যান (এখন আধারও দেওয়া যায়) বা অন্যান্য কোনো উৎস থেকে কোনো ব্যক্তির ঠিক কতগুলি সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট অথবা লোন অ্যাকাউন্ট রয়েছে তার বিশদ তথ্য পেয়ে যায় আয়কর দফতর। স্বাভাবিক ভাবেই একাধিক সেভিংস অ্যাকাউন্টের এ ক্ষেত্রে কোনো প্রয়োজনীয়তা নেই বলেই ধরে নেওয়া যেতে পারে।
ব্যাঙ্ক যদি দেখে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কোনো অ্যাকাউন্টে কোনো রকমেরই লেনদেন হয়নি, সে ক্ষেত্রে অ্যাকাউন্টটিকে নিষ্ক্রিয় করে দিতে পারে তারা। আবার যে সেভিংস অ্যাকাউন্টে জমা টাকার সুদ ছাড়া নির্দিষ্ট পর্যায়ক্রমিক সময়ে অন্য কোনো টাকা জমা পড়েনি, সেটাও নিষ্ক্রিয় করে দিতে পারে ব্যাঙ্ক। এই ধরনের অ্যাকাউন্টে কোনো টাকা জমা থাকলে, তা পাওয়ার জন্য পুনরায় অ্যাকাউন্ট চালুর জন্য আবেদন করতে হয়। অর্থাৎ এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে উপকারিতার থেকে হ্যাপা বেশি।
আমাদের করণীয় কী?
এর একটি সহজ সমাধান হল এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা যা আমাদের প্রধান অপারেটিং অ্যাকাউন্ট হবে, যেখানে বেতন থেকে শুরু করে অন্যান্য যে কোনো প্রাপ্য অর্থ স্থানান্তর করা যাবে। আমরা আমাদের যাবতীয় টাকা প্রয়োজন মতো প্রদান এবং বিনিয়োগ এই প্রধান অ্যাকাউন্টে লিঙ্ক করতে পারব।
যাঁরা চাকরিজীবী, তাঁদের ক্ষেত্রে প্রয়োজনে নিয়োগকারী সংস্থা পরিবর্তন, বা স্থানান্তর ঘটলে ওই অ্যাকাউন্টকেও স্থানান্তর সম্ভব হবে। অর্থাৎ সে ক্ষেত্রে সহজেই পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করাই সহজ কাজ। এটা জীবনকে আরও সহজ করে তুলবে বলেই মত বিশেষজ্ঞদের।
*তবে সমস্ত সিদ্ধান্ত আপনার চিন্তাভাবনার উপরই নির্ভরশীল